Jadavpur University Student Death : যাদবপুর কাণ্ডে হলুদ ট্যাক্সির রহস্য উন্মোচন! কী কথা হয়েছিল? কী অবস্থায় ছিল মৃত ছাত্র? জানালেন চালক

Last Updated:

Jadavpur University Student Death : ট্যাক্সি চালককে দিয়ে অভিযুক্তদের সনাক্তকরণ করাবে পুলিশ ! যাদবপুরের ছাত্র মৃত্যু কাণ্ডে, ওই রাতে ঠিক কী ঘটেছিল জানালেন ট্যক্সি চালক!

কলকাতা : হলুদ ট্যাক্সির রহস্য উন্মোচন! অবশেষে বৃহস্পতিবার যাদবপুর কাণ্ডে ট্যাক্সির খোঁজ পেলো যাদবপুর থানা। ট্যাক্সি চালকের খোঁজ পেয়ে বয়ান রেকর্ড করল পুলিশ। অভিযুক্তদের সনাক্তকরণ করা হবে প্রত্যক্ষদর্শী ট্যাক্সি চালককে দিয়ে! পুলিশ সূত্রে খবর, যাদবপুরে ছাত্র মৃত্যু ঘটনায়  ট্যাক্সি চালকের খোঁজ পেলো পুলিশ। এমনকি তাঁকে তাঁর ট্যাক্সির কাছে নিয়ে গিয়ে ঠিক কীভাবে যাদবপুর কাণ্ডে মৃত ছাত্রকে তোলা হয়েছিল সেই বিষয়ে পুলিশ জানতে চায়। ঘটনার দিন যে ট্যাক্সিতে নিয়ে যাওয়া হয়েছিল যাদবপুর কাণ্ডে মৃত ছাত্রকে, সেই ট্যাক্সি চালকের এবার বয়ান রেকর্ড করে পুলিশ।
ট্যাক্সি চালক  কী অবস্থায় দেখেছিল যাদবপুর কাণ্ডে মৃত ছাত্রকে? ট্যাক্সিতে কতজন, কে কোথায় বসে ছিল? সেই সব বিষয়ে জানতে চায় পুলিশ।ট্যাক্সির ভিতরে নিজেরা কী বিষয়ে কথা বলছিল? সেসব বিষয়ে জানতে ট্যাক্সি চালকের বয়ান রেকর্ড করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ট্যাক্সির ভিতরে রক্তের নমুনা সংগ্রহ করা দরকার তদন্তের(scientific investigation) জন্য মূলত। ট্যাক্সি একটা গুরুত্বপুর্ণ এভিডেন্স। মৃত ছাত্রের রক্তের নমুনার সঙ্গে ট্যাক্সিতে পাওয়ার রক্তের নমুনা মিলিয়ে দেখা হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: 
তাছাড়া ট্যাক্সির ভিতরে যেখানে যেখানে রক্তের দাগ পাওয়া যাবে সেগুলো ধরে বৈজ্ঞানিক অনুসন্ধান অনুযায়ী একটা ধারণা তৈরি করা যাবে যে ঠিক কী অবস্থায় যাদবপুর কাণ্ডে মৃত ছাত্রকে গাড়িতে তোলা হয়েছিল এবং কীভাবে গাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। ট্যাক্সি চালকের দীর্ঘক্ষণ বয়ান রেকর্ড করে ঘটনার দিন কে কোন পজিশনে বসে ছিল, সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ট্যাক্সি চালক নিউজ ১৮ বাংলায় এক্সক্লুসিভ জানান, ” আমি যাদবপুরে ছিলাম। হস্টেল থেকে ছেলেরা আমাকে ডাকে। একজন সামনে ও পিছনে কয়েকজন বসে ওই ছাত্রকে নগ্ন অবস্থায় গামছা জড়ানো অবস্থায় শুয়ে রাখে কোলের উপর। যাদবপুর বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।” পুলিশ ওই ট্যাক্সি চালককে দিয়ে অভিযুক্তদের সানাক্তকরণ প্রক্রিয়া করবে বলে পুলিশ সূত্রে খবর।
advertisement
ARPITA HAZRA 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur University Student Death : যাদবপুর কাণ্ডে হলুদ ট্যাক্সির রহস্য উন্মোচন! কী কথা হয়েছিল? কী অবস্থায় ছিল মৃত ছাত্র? জানালেন চালক
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement