Jadavpur University: সৌরভই 'কিংপিন', বাঁচাতে রাতারাতি তৈরি হয় হোয়াটসঅ্যাপ গ্রুপ! আদালতে দাবি সরকারি আইনজীবীর

Last Updated:

সরকারি আইনজীবী এ দিন আদালতে আরও দাবি করেন, মৃত্যুর আগে প্রথম বর্ষের ওই পড়ুয়াকে হস্টেলের বারান্দায় ঘোরানো হয়েছিল, সে বিষয়ে নিশ্চিত হয়েছে পুলিশ৷

ধৃত সৌরভ চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পুলিশের৷
ধৃত সৌরভ চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পুলিশের৷
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের পড়ুয়ার রহস্য মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র ধৃত সৌরভ চৌধুরীই কিং পিন বা মূলমাথা৷ এ দিন আদালতে এমনই অভিযোগ করলেন সরকারি আইনজীবী৷ এমন কি, ঘটনার পর সৌরভকে বাঁচাতে তড়িঘড়ি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে পুলিশের সামনে কী বলতে হবে, সেই বয়ানও বাকি অন্য কয়েকজন ছাত্রকে শিখিয়ে দেওয়া হয়েছিল বলে এ দিন আদালতে দাবি করেছেন সরকারি আইনজীবী৷ তার প্রমাণও পুলিশের হাতে এসেছে বলে বিচারককে জানান সরকারি আইনজীবী৷
গত ৯ অগাস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বারান্দা থেকে নীচে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের এক পড়ুয়ার৷ র‍্যাগিংয়ের শিকার হয়েই ওই ছাত্রের মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে৷ এ দিন আদালতে সরকারি আইনজীবী যা দাবি করেছেন, তা থেকে পরিষ্কার, মৃত্যুর আগে ওই ছাত্রকে র‍্যাগিং করা হয়েছিল, সেই প্রমাণ পুলিশের হাতে এসেছে৷
যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সৌরভ চৌধুরীকেই প্রথম গ্রেফতার করেছিল পুলিশ৷ এর পর একে একে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র মিলিয়ে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে৷
advertisement
advertisement
এ দিন আদালতে সরকারি আইনজীবী দাবি করেন, গত ৯ অগাস্টের ঘটনার পর তড়িঘড়ি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়ার মোবাইল থেকেই সেই গ্রুপের খোঁজ পায় পুলিশ৷ সেই গ্রুপের চ্যাটও পুলিশের হাতে আসে৷ সরকারি আইনজীবীর দাবি, সৌরভকে বাঁচানোই ছিল ওই গ্রুপ তৈরির মূল উদ্দেশ্য৷ ওই গ্রুপের মাধ্যমেই বাকি ছাত্রদের জানানো হয়, সৌরভের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে বলতে হবে যে মায়ের শরীর খারাপ থাকায় সৌরভ যাদবপুরের হস্টেলে নিয়মিত আসতেন না৷ সেখানে তিনি থাকতেনও না. এই গ্রুপের কথা উল্লেখ করেই গোটা ঘটনাকে পরিকল্পিত এবং সৌরভকে চক্রান্তের কিং পিন বলে অভিযোগ করেন সরকারি আইনজীবী৷ ধৃতদের আরও জেরার প্রয়োজন বলেও দাবি করেন তিনি৷
advertisement
সরকারি আইনজীবী এ দিন আদালতে আরও দাবি করেন, মৃত্যুর আগে প্রথম বর্ষের ওই পড়ুয়াকে হস্টেলের বারান্দায় ঘোরানো হয়েছিল, সে বিষয়ে নিশ্চিত হয়েছে পুলিশ৷ শারীরিক নির্যাতন না হলেও ওই পড়ুয়া মানসিক নির্যাতনের শিকার হন বলেও অভিযোগ করেন সরকারি আইনজীবী৷ এ বিষয়ে নিশ্চিত হওয়ার পরই পুলিশো র‍্যাগিংয়ের ধারা যুক্ত করেছে বলেও জানান তিনি৷ ধৃত ১২ জনই এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িত বলেও দাবি করেন তিনি৷ এই ঘটনাকে বিরলতম বলেও দাবি করেন সরকারি আইনজীবী৷
advertisement
এ দিন অবশ্য সৌরভ চৌধুরীর আইনজীবী পাল্টা দাবি করেন, ১১ দিন ধরে পুিলশ হেফাজতে থাকলেও তাঁকে জেরা করেনি পুলিশ৷ তার বদলে সৌরভকে জেল হেফাজতে পাঠানোরও আবেদন জানানো হয়৷ যদিও শেষ পর্যন্ত বিচারক সৌরভ চৌধুরীক ২৫ অগাস্ট পর্যন্ত পুলিশ হেফাজতেরই নির্দেশ দেন৷ ধৃত বাকি দুই ছাত্র মনতোষ এবং দীপশেখরের ২৬ অগাস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত৷ এ দিন আদালতে ঢোকার সময় অবশ্য সৌরভ দাবি করেন, ‘অপরাধী নই, সাজানো হচ্ছে৷’
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur University: সৌরভই 'কিংপিন', বাঁচাতে রাতারাতি তৈরি হয় হোয়াটসঅ্যাপ গ্রুপ! আদালতে দাবি সরকারি আইনজীবীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement