Jadavpur University: পহেলগাঁও আবহে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মোছা হল 'বিতর্কিত স্লোগান'

Last Updated:

পহেলগাঁওয়ের হামলার পরেই তোলপাড় হয়েছে গোটা দেশ। ২৬ জন নিরীহ মানুষের প্রাণের বিনিময়ে সন্ত্রাসের করাল স্মৃতি চিরস্থায়ী হয়ে গিয়েছে পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকা।

যাদবপুর বিশ্ববিদ্যালয়
যাদবপুর বিশ্ববিদ্যালয়
কলকাতা: পহেলগাঁওয়ের হামলার পরেই তোলপাড় হয়েছে গোটা দেশ। ২৬ জন নিরীহ মানুষের প্রাণের বিনিময়ে সন্ত্রাসের করাল স্মৃতি চিরস্থায়ী হয়ে গিয়েছে পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকা। এই পরিস্থিতিতে জাতীয় ঐক্যের কথা বলছেন অনেকেই। সাবধানী পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। চিরকাল ছাত্র আন্দোলনের আঁতুড়ঘর বলে পরিচিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ও এর ব্যতিক্রম হল না। কঠিন সময়ে রাতারাতি বিশ্ববিদ্যালয়ের দেওয়াল থেকে মুছে গেল বিতর্কিত সব স্লোগান। ‘আজাদ কাশ্মীর’ মুছে এখন ঝকঝকে দেওয়াল ক্যাম্পাসে। ‘আজাদ কাশ্মীর’ নিয়ে দেশ বিরোধী স্লোগান লেখার অভিযোগ উঠেছিল বিশ্ববিদ্যালয় এর টেকনোলজি ভবনে। আজ তা মুছে দেওয়া হয়েছে।
২২ এপ্রিল বৈসরন উপত্যকায় বেড়াতে যাওয়া পর্যটকদের গুলি চালিয়ে হত্যা করা হয়। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ দূষিত করতে জঙ্গিদের এহেন কাজ বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের বড় অংশ। এই সময়ে কোনওরকম উসকানি, প্ররোচনা এড়িয়ে যেতে চাইছেন সকলে। এই আবহে সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের তরফে ইউনিট প্রেসিডেন্ট কিশলয় রায় একটি স্মারকলিপি জমা দেন রেজিস্ট্রারের কাছে।
advertisement
advertisement
তাতে দাবি ছিল, ক্যাম্পাসের দেওয়াল থেকে ‘আজাদ কাশ্মীর’-এর মতো সমস্ত প্ররোচনামূলক স্লোগান মুছে দেওয়া হোক। ২৪ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষ এ বিষয়ে পদক্ষেপ না নেওয়া হলে টিএমসিপি নিজেই তা মোছার উদ্যোগ নেবে। মঙ্গলবারই দেখা গেল, সেখানে আর কোনও দেওয়াল লিখন নেই, সব মুছে দেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur University: পহেলগাঁও আবহে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মোছা হল 'বিতর্কিত স্লোগান'
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement