Jadavpur University: যাদবপুরে বসতে চলেছে বুলেট ক্যামেরা! মোট কতগুলি সিসিটিভি ক্যামেরা বসছে?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:Sanhyik Ghosh
Last Updated:
যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হল। ক্যাম্পাস এবং হস্টেল মিলিয়ে মোট ২৯ টি ক্যামেরা বসছে এই বিশ্ববিদ্যালয়ে।
যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হল। ক্যাম্পাস এবং হস্টেল মিলিয়ে মোট ২৯ টি ক্যামেরা বসছে এই বিশ্ববিদ্যালয়ে।
২৯ টি ক্যামেরা ছাড়াও তিনটি ক্যামেরা বসানো হবে সার্ভার রুমে। মোট তিন প্রকারের সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।
advertisement
i) ANPR ক্যামেরা। (automatic number plate recognition)
ii) বুলেট ক্যামেরা। (face recognition) এবং
iii) ৩৬০° ক্যামেরা
ক্যামেরাগুলি ক্যাম্পাসের কোথায় কোথায় বসানো হবে সে বিষয়ে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে গত মঙ্গলবার শেষ পর্যায়ের প্রস্তুতি ঝালিয়ে নিতে একটি বৈঠক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিসি ক্যামেরা বসানোর বরাত দেওয়া হয়েছে যে সংস্থাকে, তার প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন।’
advertisement
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাদ থেকে পড়ে ছাত্রমৃত্যুর ঘটনার পর থেকেই ক্যাম্পাসের বহু জায়গায় সিসিটিভি না থাকার অভিযোগ উঠেছিল। তবে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য বুদ্ধদেব সাউ বিস্ফোরক অভিযোগ এনেছেন কয়েকজন ছাত্র নেতার বিরুদ্ধে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসাতে দিতে চাইছেন না কয়েকজন ছাত্র নেতা। এমনটাই জানিয়েছেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 23, 2023 2:58 PM IST