'কেউ ডেকে নিয়ে গিয়ে ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে...' সামনে এল যাদবপুর কাণ্ডে মৃত পড়ুয়ার বাবার বিস্ফোরক দাবি

Last Updated:

এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় হতবাক নিমতা। কান্নায় ভেঙে পড়েছেন মৃতা ছাত্রীর পরিবারের সদস্যেরা।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঘটনাস্থলে পুলিশের আধিকারিকরা৷
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঘটনাস্থলে পুলিশের আধিকারিকরা৷
advertisement
কলকাতা: এবার যাদবপুর কাণ্ডে মৃতের বাবার বিস্ফোরক দাবি। ঘটনার দু-দিন পরে তিনি জানান, ‘মেয়েকে যেখানে পাওয়া গিয়েছে, সেখানে কেউ ডেকে নিয়ে ধাক্কা মেরেছে ফেলে দিয়েছে। কারণ ওর দুটো কনুইতেই ছড়ে যাওয়ার দাগ আছে। ও সাঁতার জানে না এটা ওর বন্ধুরা জানত। ভাল ছাত্রী ছিল। সমস্ত অনুষ্ঠানে ওর যোগদান ছিল। কেউ হয়তো প্রপোজ করেছিল, ও সাড়া দেয়নি। তবে এখনও পর্যন্ত পরিবারের তরফ থেকে থানায় কোনও অভিযোগ করা হয়নি।’
advertisement
এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় হতবাক নিমতা। কান্নায় ভেঙে পড়েছেন মৃতা ছাত্রীর পরিবারের সদস্যেরা। শোকের ছায়া ছড়িয়েছে গোটা এলাকায়।  প্রতিবেশী পুষ্পিতা ভট্টাচার্য বলেন, ‘ও মেয়ে হিসেবে খুব মেধাবী। পাড়ায় বাড়ি থেকে খুব একটা বাইরে বেরতে দেখতাম না।’  জল থেকে উদ্ধার করা হলেও এখনও স্পষ্ট নয় কীভাবে জলে পড়ে গেলেন ওই পড়ুয়া।
advertisement
গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান চলাকালীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরের জলাশয় থেকে অচৈতন্য অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করা হয়৷ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷
বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছাত্রীর এই রহস্যমৃত্যুতে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়৷ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে অবশ্য ওই ছাত্রীর জলে ডুবেই মৃত্যু হয়েছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে৷ ছাত্রীর পাকস্থলীতে মদের গন্ধও পাওয়া গিয়েছে বলে খবর৷ তবে ছাত্রী মদ্যপ অবস্থায় ছিলেন কি না তা জানতে তাঁর ভিসেরার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
'কেউ ডেকে নিয়ে গিয়ে ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে...' সামনে এল যাদবপুর কাণ্ডে মৃত পড়ুয়ার বাবার বিস্ফোরক দাবি
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement