Jadavpur Student Death: শরীরে মদ্যপানের প্রমাণ নেই, কী কারণে মৃত্যু স্বপ্নদ্বীপের? প্রকাশ্যে এল ময়নাতদন্তের রিপোর্ট
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:AVIJIT CHANDA
Last Updated:
Jadavpur Student Death: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হোস্টেলের বারান্দা থেকে পড়ে প্রাণ হারান প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদ্বীপ কুণ্ডু। তাঁর এমন ‘অস্বাভাবিক মৃত্যু’ ঘিরে দানা বেঁধেছে রহস্য।
কলকাতা : অবশেষে প্রকাশ্যে এল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদ্বীপের দেহের ময়নাতদন্তের রিপোর্ট। প্রাথমিক এই রিপোর্টে জানা যাচ্ছে, নির্দিষ্ট উচ্চতা থেকে পড়ে যাওয়ার কারণেই মৃত্যু হয়েছে স্বপ্নদ্বীপের। ময়নাতদন্তের এই রিপোর্টে আরও জানা যাচ্ছে, মদ্যপানের কোনও প্রমাণ তাঁর শরীরে মেলেনি।
মাথার বাঁ দিকের হাড়ে চিড় ছিল স্বপ্নদ্বীপের শরীরে। বাঁ দিকের পাঁজরের হাড়ও ভেঙে যায় ভেঙে গিয়েছিল কোমর। সেই কারণেই অভ্যন্তরীণ আঘাত গুরুতর হয়ে উঠেছিল বলে প্রাথমিক ময়না তদন্তের রিপোর্টে দাবি করা হয় আজ।
advertisement
প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হোস্টেলের বারান্দা থেকে পড়ে প্রাণ হারান প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদ্বীপ কুণ্ডু। তাঁর এমন ‘অস্বাভাবিক মৃত্যু’ ঘিরে দানা বেঁধেছে রহস্য। তিনি বারান্দা থেকে নিজেই ঝাপ দিয়েছিলেন স্বপ্নদ্বীপ নাকি এর পিছনে অন্য কারও হাত রয়েছে তা এখনও নিশ্চিত নয়।
advertisement
চলতি বছরেই কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে প্রথম বর্ষে ভর্তি হন নদিয়া জেলার হাঁসখালির বগুলা এলাকার বাসিন্দা স্বপ্নদ্বীপ কুণ্ডু। মাত্র আঠেরো বছর বয়সে কৃতি ছাত্রের আকস্মিক মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা শহরকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 10, 2023 11:22 PM IST