Jaya Bachchan in Bengal: তৃণমূলের হয়ে প্রচারে এসে ভুল সিদ্ধান্ত নিয়েছেন জয়া বচ্চন, কটাক্ষ নাড্ডার

Last Updated:

তৃণমূলের হয়ে প্রচার করতে গতকাল রবিবার কলকাতায় এসে পৌঁছন জয়া বচ্চন৷ এ দিন টালিগঞ্জেই তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের হয়ে প্রচার করার কথা তাঁর৷

#কলকাতা: রাজ্যে তৃণমূলের হয়ে প্রচার করার সিদ্ধান্ত নিয়ে ভুল করেছেন জয়া বচ্চন (Jaya Bachchan)৷ এমনই দাবি করলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)৷ এ দিন টালিগঞ্জে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র হয়ে প্রচারে আসেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি৷ রোড শো-র ফাঁকেই এই দাবি করেন নাড্ডা৷
তৃণমূলের (TMC) হয়ে প্রচার করতে গতকাল রবিবার কলকাতায় এসে পৌঁছন জয়া বচ্চন৷ এ দিন টালিগঞ্জেই তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের (Aroop Biswas) হয়ে প্রচার করার কথা তাঁর৷ এ ছাড়াও তৃণমূলের অন্যান্য কয়েকজন প্রার্থীর সমর্থনেও আগামী ৭ এপ্রিল পর্যন্ত রাজ্যে প্রচার করবেন অমিতাভ জায়া৷ পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে একটি সভাতেও থাকার কথা জয়া বচ্চনের৷ টালিগঞ্জে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে লড়ছেন বাবুল সুপ্রিয়৷ ফলে সবারই নজরে রয়েছে এই কেন্দ্র৷
advertisement
তৃণমূলের হয়ে রাজ্যে জয়া বচ্চনের প্রচার নিয়ে জে পি নাড্ডা বলেন, 'জয়া বচ্চনের প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল৷ কিন্তু উত্তর প্রদেশে নির্বাচনের সময় তো তাঁকে প্রচার করতে দেখা যায়নি৷ তাহলে এখানে কেন আসছেন? গণতান্ত্রিক দেশে সবারই নিজের মতো সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে৷ তবে আমার মনে হয় তৃণমূলের হয়ে প্রচার করতে এসে উনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন৷'
advertisement
advertisement
জয়া বচ্চন দীর্ঘদিন ধরেই সমাজবাদী পার্টির টিকিটে রাজ্যসভার সাংসদ৷ বাংলার নির্বাচনে তৃণমূলকে সমর্থন জানিয়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব৷ এ দিন তৃণমূল ভবনে দলের সাংসদ দোলা সেন দাবি করেন, অখিলেশ যাদবের উদ্যোগেই জয়া বচ্চন তৃণমূলের হয়ে প্রচারে বাংলায় এসেছেন৷
অরূপ বিশ্বাসের সমর্থনে জয়া বচ্চনের প্রচার নিয়ে বাবুল সুপ্রিয় কটাক্ষ করে বলেন, 'আমার মনে হয় অরূপ বিশ্বাসের সম্পর্কে সবটা জানলে জয়া বচ্চন তাঁর হয়ে প্রচারে আসতেন না৷'
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jaya Bachchan in Bengal: তৃণমূলের হয়ে প্রচারে এসে ভুল সিদ্ধান্ত নিয়েছেন জয়া বচ্চন, কটাক্ষ নাড্ডার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement