Tmc in Koo: কু-তে এবার তৃণমূল, সোশ্যাল দুনিয়ায় পদ্মের সঙ্গে জোর টক্করে জোড়াফুল!

Last Updated:

Tmc in Koo: কু-তে অ্যাকাউন্ট খুলে তৃণমূলের তরফে লেখা হয়েছে, 'কু অ্যাপের সঙ্গে যুক্ত হয়ে আমরা অত্যন্ত আনন্দিত।' মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে কু-তে স্বাগত জানিয়েছেন সংস্থাটির সিইও অপ্রমেয় রাধাকৃষ্ণ।

#কলকাতা: ভোটের ময়দানে বঙ্গ মাটিতে বিজেপিতে রুখে দেওয়া গিয়েছে। আর তা করতে মাঠে-ময়দানে যেমন জোর লড়াই চালিয়েছিল শাসক দল, তেমনি সোশ্যাল মিডিয়াতেও প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের সাহায্যে সদাসক্রিয় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এবার তৃণমূল যোগ দিল নতুন অ্যাপ 'কু' (Koo) -তে। কু-তে অ্যাকাউন্ট খুলে তৃণমূলের তরফে লেখা হয়েছে, 'কু অ্যাপের সঙ্গে যুক্ত হয়ে আমরা অত্যন্ত আনন্দিত।' মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে কু-তে স্বাগত জানিয়েছেন সংস্থাটির সিইও অপ্রমেয় রাধাকৃষ্ণ।
বর্তমানে প্রেক্ষাপটে প্রায় সবার হাতেই স্মার্টফোন। প্রত্যেকেই সক্রিয় সোশ্যাল মিডিয়ায়। এই পরিস্থিতি ভোটের বাজারেও সোশ্যাল মিডিয়ার কোনও বিকল্প নেই। আর সোশ্যাল মিডিয়ার গোটা প্রাঙ্গনের অধিকাংশটাই কার্যত বিজেপির দখলে। সেই প্রবণতা এবার পরিবর্তনের পথে হাঁটতে চলেছে তৃণমূল কংগ্রেস। ২০২৪-এর লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি বা ভিন রাজ্যে সংগঠন গড়ে তোলার পাশাপাশি বিজেপির সঙ্গে সোশ্যাল মিডিয়া যুদ্ধতেও সেয়ানে-সেয়ানে থাকতে চাইছে এ রাজ্যের শাসক দল। সেই সূত্রেই এবার কু-তেও অ্যাকাউন্ট খুলল জোড়াফুল শিবির।
advertisement
তৃণমূলের এই নতুন পথ চলাকে স্বাগত জানিয়ে কু-এর সিইও অপ্রমেয় রাধাকৃষ্ণ বলেন, 'আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে স্বাগত জানাচ্ছি। কু অ্যাপের মাধ্যমে তাঁরা তাঁদের কর্মসূচি, বক্তব্য আরও বেশি করে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারবে। অল্প সময়ের মধ্যেই কু দশ মিলিয়ন ডাউনলোড হয়েছে, আমরা আরও দ্রুত বহু মানুষকে আমাদের অ্যাপের সঙ্গে যুক্ত করতে পারব।'
advertisement
advertisement
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়াতে তৃণমূলের নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদরাও প্রবল সক্রিয়। বিশেষত ফেসবুক, ট্যুইটারে প্রবল সক্রিয়তা রয়েছে তাঁদের। এই পরিস্থিতিতে এবার কু-তেও তৃণমূল নেতাদের যে সক্রিয়তা লক্ষ্য করা যাবে, তা বলাই বাহুল্য। উল্লেখ্য, ইতিমধ্যেই বহু মানুষ 'কু' অ্যাপ ব্যবহার শুরু করেছেন। আত্মনির্ভর ভারতের একটি অংশ হিসেবেই ধরা হচ্ছে এই অ্যাপকে।
কু-তে তৃণমূল কু-তে তৃণমূল
advertisement
আসলে টুইটারের মতোই 'কু' একটি মাইক্রোব্লগিং অ্যাপ। টুইটারের মতোই কু-তেও নিজের বক্তব্য লেখা যায়। সিইও অপ্রমেয় রাধাকৃষ্ণ এই অ্যাপটির সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ২০২০ -র মার্চ মাসে 'কু' চালু হয়েছিল দেশে এবং এটি ডিজিটাল ইন্ডিয়ার আত্মনির্ভর ভারত উদ্ভাবনী চ্যালেঞ্জ জিতেছে, যা ভারতের সেরা অ্যাপ্লিকেশনগুলির মধ্যে একটি। অ্যাপ্লিকেশনটি তৈরির পিছনের মূল কারণ ছিল, ভারতীয়রা তাঁদের স্থানীয় ভাষায় তাদের মতামত এখানে জানাতে পারবেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tmc in Koo: কু-তে এবার তৃণমূল, সোশ্যাল দুনিয়ায় পদ্মের সঙ্গে জোর টক্করে জোড়াফুল!
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement