ISL 2016: শেষ মিনিটে বাজিমাত পিয়ারসনের ! জিকোদের হারিয়ে দ্বিতীয় স্থানে এটিকে
Last Updated:
এফ সি গোয়া: ১ ( দেশাই- ৮০'), অ্যাটলেটিকো দি কলকাতা: ২ ( বেলেনকোসো- ২৮', পিয়ারসন- ৯০')
এফ সি গোয়া: ১ ( মন্দার রাও- ৮০')
অ্যাটলেটিকো দি কলকাতা: ২ ( বেলেনকোসো- ২৮', পিয়ারসন- ৯০')
#মারগাও: কলকাতার এক প্রি-ম্যাচ সাংবাদিক সম্মেলনে এটিকে কোচ হোসে মলিনাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন এবছর বেশ কয়েকটা ম্যাচ ড্র রাখার ক্ষেত্রে অ্যাটলেটিকো দি কলকাতা ভাগ্যের সহায়তা কতটা পেয়েছে ? এটিকে কোচ এই প্রশ্নকে সুকৌশলেই এড়িয়ে গিয়েছিলেন সেদিন ৷ কিন্তু টুর্নামেন্ট যতো এগোচ্ছে, ততই এই বিষয়টা যেন স্পষ্ট হচ্ছে, যে লিগ টেবলে প্রথম চারের মধ্যে নিজেদের স্থান ধরে রাখার ক্ষেত্রে ভাগ্যদেবতা মলিনা ব্রিগেডকে অনেকাংশেই সাহায্য করছে এবার ৷ হারতে হারতে কোনও ম্যাচ ড্র করা বা কঠিন পরিস্থিতিও ম্যাচ বের করার ব্যাপারে ‘লাক ফ্যাক্টর’ ভালমতোই কাজ করছে এটিকে-র ৷ গোয়াতেও সেই ধারা বজায় রাখল অ্যাটলেটিকো ৷ ১-১ ম্যাচ ড্র চলার পর ৯০ তম মিনিটে পিয়ারসনের গোলে আরব সাগরের তীরবর্তী শহর থেকে ৩ পয়েন্ট নিয়েই ফিরছে টিম এটিকে ৷
advertisement
advertisement
কোন চারটি দলের জায়গা হবে শেষ চারে ? প্রত্যেকেই প্রায় ১২টি করে ম্যাচ খেলে ফেললেও এখনও পর্যন্ত সেবিষয়টি পরিষ্কার নয় ৷ যদিও একটা বিষয় এখন মোটামুটি নিশ্চিত যে আর যে দলই হোক না কেন, শেষ চারে স্থান পাওয়া এখন কার্যত অসম্ভব দেখাচ্ছে জিকোর গোয়াকে ৷ কারণ ১২ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ১১ পয়েন্ট ৷ অন্যদিকে ২০ পয়েন্টের লক্ষ্যে এখন ভালমতোই এগোচ্ছে এটিকে ৷ ঘরের মাঠে শেষ দু’টো ম্যাচ ড্র করলেই পস্তিগাদের সেমিফাইনালে ওঠাটা আটকানো যাবে না ৷ ১২ ম্যাচে আপাতত তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট ৷ লিগ টেবলে প্রথম স্থানে থাকা মুম্বইয়ের থেকে চার পয়েন্টে পিছিয়ে টিম মলিনা ৷
advertisement
লিগ টেবলে সবার তলায় থাকা গোয়ার বিরুদ্ধে এদিন শুরুটা অবশ্য ভালই করেছিল অ্যাটলেটিকো ৷ ম্যাচের ২৮ মিনিটেই গোল করে কলকাতাকে এগিয়ে দেন বেলেনকোসো ৷ প্রথমার্ধ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল এটিকে ৷ কিন্তু এবছর প্রায় প্রতি ম্যাচেই দেখা যাচ্ছে আগে গোল করেও তা শেষপর্যন্ত ধরে রাখতে পারছেন না মলিনার ছেলেরা ৷ শেষমূহূর্তে গোল হজম করে ম্যাচ ড্র রেখেই ফিরতে হচ্ছে তাদের ৷ এদিনও প্রায় একই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ৷ কারণ দ্বিতীয়ার্ধ শুরুর কিছু পরেই নিজেদের খেলার গতি প্রায় দ্বিগুণ করে দেয় গোয়া ৷ একের পর এক আক্রমণ আছড়ে পড়ছিল এটিকে-র বক্সে ৷ কলকাতার ডিফেন্ডাররা এবং গোলরক্ষক দেবজিৎ তখন প্রায় হিমশিম খাচ্ছেন ৷ বেশ কয়েকবার প্রায় ভাগ্যের জোরেই গোল না খেলেও খুব বেশিক্ষণ তা অবশ্য ধরে রাখতে পারেননি পস্তিগা-লারারা ৷ মন্দার রাও-র গোলার মতো শট দেবজিৎকে পরাস্ত করতে সফল হয় ৷ ঘরের মাঠে দর্শকদের সামনে তখন টগবগ করে ফুটছে জিকোর ছেলেরা ৷ ৮০ মিনিটে গোল খাওয়ার পর এটিকে সমর্থকরা প্রায় ধরেই নিয়েছিলেন যে এই ম্যাচও ড্র-ই হচ্ছে ৷ এমনকী, কিছু ভুলচুক হলে ম্যাচ হেরেও যেতে পারে কলকাতা ৷ কিন্তু গোটা ম্যাচে যেটা করেননি, সেটাই এবার করলেন অ্যাটলেটিকো কোচ হোসে মলিনা ৷ মার্কি পস্তিগার জায়গায় নামালেন মিডফিল্ডার সমীঘ দ্যুতি এবং জাভি লারার জায়গায় দলের গোলমেশিন ইয়ান হিউমকে ৷ এই দুই ফুটবলার নামতেই গোটা দলের ছন্দটাই যেন নিমেষে বদলে গেল ৷ হিউম নেমেছি্লেন খেলা শেষ হওয়ার মাত্র ৫ মিনিট আগে ৷ আর তার মধ্যেই দ্যুতির পাস থেকে পিয়ারসনের গোল ৷ দলকে তিনটে মোক্ষম পয়েন্ট এনে দিয়ে ‘হিরো অফ দ্য ম্যাচ’ পিয়ারসনই ৷ তা সে যতোই এই পুরস্কার মন্দার রাও দেশাই দেওয়া হোক না কেন ৷ ম্যাচের সেরা বাছাইয়ের কাজটা ৮৫ মিনিটে না করে আরও ৫ মিনিট অপেক্ষা করলেই পারতেন অফিশিয়ালরা ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
November 24, 2016 9:46 PM IST