Iskcon: ভুয়ো ওয়েবসাইটে প্রতারিত ভক্ত ও পর্যটকেরা, ইসকন দায়ের করল এফআইআর
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Raima Chakraborty
Last Updated:
Iskcon: ঘর বুকিংয়ের নামে প্রতারণার শিকার পর্যটকরা। পুলিশে অভিযোগ দায়ের করল ইসকন।
কলকাতা: উৎসবের মরশুমের সঙ্গে সঙ্গে তীর্থযাত্রীদের সংখ্যা দ্রুত বাড়ছে। এই পরিস্থিতিতে ইসকন মায়াপুর একটি গুরুতর অনলাইন আবাসন প্রতারণা সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে। এই প্রতারণার মাধ্যমে ইতিমধ্যেই ভারত ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত বহু ভক্ত ও পর্যটক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ঘটনায় মন্দির কর্তৃপক্ষ এফআইআর দায়ের করেছে, এবং বিষয়টি বর্তমানে সাইবার অপরাধ দমন সংস্থার তদন্তাধীন।
ইসকন সূত্রে জানা গিয়েছে, প্রতারকরা একাধিক ভুয়ো ওয়েবসাইট ও হোয়াটসঅ্যাপ-ভিত্তিক বুকিং চ্যানেল তৈরি করেছে, যেখানে মায়াপুরের পরিচিত আবাসন কেন্দ্র– প্রভুপাদ ভিলেজ, ইসোদ্যান, গদা ভবন, কৃষ্ণ ভবন ও গীতা ভবনে ঘর দেওয়ার মিথ্যা দাবি করা হচ্ছে। কর্তৃপক্ষের চিহ্নিত এমনই একটি অননুমোদিত ওয়েবসাইট হল www.prabhupadvillage.com। একই ধরনের আরও বহু ভুয়ো ওয়েবসাইট সক্রিয় রয়েছে।
advertisement
আরও পড়ুন: ‘বাবার অনেক ধার স্যার…’, অক্ষয়ের পা জড়িয়ে যুবতীর কাতর আর্জি! তারপর? দেখুন ভাইরাল ভিডিও
রাধারমণ দাস, ভাইস-প্রেসিডেন্ট, ইসকন কলকাতার, বলেছেন, এই ওয়েবসাইটগুলি দেখতে অত্যন্ত পেশাদার ও বিশ্বাসযোগ্য। উৎসবের সময় ঘরের চাহিদা বেশি থাকায় তারা কখনও ছাড় বা বিশেষ সুবিধার প্রলোভন দেখায়, এবং পুরো টাকা নেওয়ার পর হঠাৎই উধাও হয়ে যায়। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, ইসকন মায়াপুরে রুম বুকিংয়ের জন্য একমাত্র সরকারি ও অনুমোদিত ওয়েবসাইট হল: https://www.visitmayapur.com/। এছাড়া অন্য কোনও ওয়েবসাইট, এজেন্ট, হোয়াটসঅ্যাপ নম্বর বা ফোন কলের মাধ্যমে করা বুকিং অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ, বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
advertisement
advertisement
আরও পড়ুন: মাঘে কি ফের জাঁকিয়ে শীত পড়বে? নাকি বাংলায় এবারের মতো ঠান্ডা শেষ? আবহাওয়ার বড় আপডেট
এই প্রতারণার প্রভাব অত্যন্ত মর্মান্তিক। উৎসবের সময় ঘর দুর্লভ হয়ে পড়ায় বহু মানুষ অনলাইনে মরিয়া হয়ে খোঁজ করতে গিয়ে এই ভুয়ো পোর্টালের ফাঁদে পড়ছেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অনেক সময় বিদেশ থেকেও পরিবার-সহ মায়াপুরে এসে অনেকেই জানতে পারছেন যে তাঁদের বুকিং আদৌ অস্তিত্বহীন।
advertisement
“বয়স্ক বাবা-মা ও শিশুদের নিয়ে মানুষ নিশ্চিত বুকিংয়ের আশা করে আসেন, আর এখানে এসে জানতে পারেন তাঁরা প্রতারিত হয়েছেন। বহু ক্ষেত্রে পুরো টাকাটাই হারিয়ে গেছে,” বলছেন রাধারমণ দাস। আইনি পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করে রাধারমণ দাস, ভাইস-প্রেসিডেন্ট, ইসকন কলকাতা জানান, এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে এবং বিষয়টি সর্বোচ্চ স্তরে জানানো হয়েছে।
advertisement
“এটি বিশ্বাস ও আস্থার উপর গুরুতর অপরাধমূলক আঘাত। শুধু ভক্তরাই নন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ পর্যটকরাও আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন। ইসকন মায়াপুর এফআইআর দায়ের করেছে এবং আইন তার নিজস্ব পথে এগোচ্ছে। এই প্রতারকদের রুখে না দেওয়া পর্যন্ত জনসচেতনতাই সবচেয়ে বড় সুরক্ষা,” তিনি বলেন। জনসাধারণের জন্য পরামর্শ হিসাবে ইসকন জানিয়েছে, রুম বুকিং করুন শুধুমাত্র: https://www.visitmayapur.com/ হোয়াটসঅ্যাপ-ভিত্তিক বুকিং, ব্যক্তিগত ফোন কল বা এজেন্ট এড়িয়ে চলুন। তাড়াহুড়োর দাবি বা ছাড়ের আশ্বাসে বিভ্রান্ত হবেন না। টাকা দেওয়ার আগে ওয়েবসাইটের ইউআরএল ভাল ভাবে যাচাই করুন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 16, 2026 11:04 AM IST








