Ishaa Saha : নাইট কার্ফু ভেঙে রাতের শহরে রাস্তায়! অভিনেত্রী ইশা সাহাকে জরিমানা পুলিশের...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Ishaa Saha : গাড়িতেই ছিলেন অভিনেত্রী। কোভিড বিধি ভেঙে রাস্তায় বেরোনোর কারণ হিসেবে কোনও সদুত্তর তিনি দেখাতে পারেননি বলে পুলিশের দাবি।
বাংলায় দৈনিক কোভিড সংক্রমণ কমাতে রাজ্য জুড়ে রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত চলছে নাইট কার্ফু (Night Curfew)। জরুরী পরিষেবা বাদে সেই সময় কোনও ভাবেই রাস্তায় থাকা নিষেধ। তাই রেয়াত করা হয়নি টলিগঞ্জের অভিনেত্রীকেও। নাইট কার্ফু ভাঙার অপরাধে শুক্রবার টলিউড অভিনেত্রী ইশা সাহাকে (Ishaa Saha) আটক করে পুলিশ। জানা যাচ্ছে সেইসময় চালকের কাছে এমনকি ছিল না গাড়ির যথোপযুক্ত কাগজ মায় লাইসেন্সও। শুক্রবার রাতে সল্টলেক ও ই এম বাইপাস সংযোগস্থলে নাকা চেকিং করার সময়, নাইট কার্ফুর নিয়ম লঙ্ঘন করায় একটি লাল গাড়িকে আটক করে পুলিশ। সেই গাড়িতেই ছিলেন ইশা। গাড়ির পেছনের সিটে বসেছিলেন অভিনেত্রী। পরে অবশ্য ফাইন নিয়ে ছেড়ে দেওয়া হয় গাড়িটিকে।
advertisement
advertisement
অন্যদিকে, নাকা চেকিং চলাকালীন পুলিশকে হুমকি ও বাধা দেওয়ার অভিযোগে এক গাড়িচালককে গ্রেফতার করা হয়। কোনো কোনো ক্ষেত্রে পুলিশের কাজে বাধা দেওয়াও ও পুলিশকে হুমকি দেওয়ায় দু-পক্ষের মধ্যে ধস্তাধস্তিও শুরু হয়ে যায়। এরপরেই কোভিড বিধি লঙঘনের অভিযোগে গতকাল বেশ কয়েকটি মামলা রুজু করে বিধাননগর কমিশনারেটের পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 07, 2021 12:43 PM IST