Naushad Siddiqui: এবার একুশে জুলাই ধর্মতলায় সভা করতে চেয়ে আবেদন আইএসএফ-এর, ফের সংঘাতের পথে নওশাদ
- Reported by: ERON ROY BURMAN
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
একুশে জুলাই ধর্মতলায় সভা করতে চেয়ে ফের একবার সরাসরি শাসক দলের সঙ্গে সংঘাতের পথে হাঁটলেন আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকি৷
কলকাতা: আগামী ২১ জানুয়ারি ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি দেয়নি কলকাতা হাইকোর্ট৷ এবার ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের দিন ধর্মতলায় সভা করতে চেয়ে কলকাতা পুলিশের দ্বারস্থ আইএসএফ৷
যদিও আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকির অভিযোগ, প্রথমে তাদের আবেদনপত্র গ্রহণ করেও পরে তা কেটে দিয়েছে কলকাতা পুলিশ৷ নওশাদের দাবি, আবেদন জমা দেওয়ার সময়ের সিসিটিভি ফুটেজ দেখতে চেয়ে কলকাতার নগরপালের কাছেও আবেদন জানিয়েছেন তাঁরা৷
আগামী ২১ জানুয়ারি ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়েছিল আইএসএফ৷ পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন নওশাদ সিদ্দিকি৷ প্রথমে সিঙ্গল বেঞ্চ আইএসএফ-এর সভার অনুমতি দিলেও আজ সেই নির্দেশ বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, রাজ্য সরকার অনুমতি দেওয়ায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আগামী ২১ জানুয়ারির সভা করতে পারবে আইএসএফ৷
advertisement
advertisement
যদিও হাইকোর্টের এই নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই নওশাদ সিদ্দিকি জানান, আগামী ২১ জুলাই ধর্মতলায় ভিক্তোরিয়া হাউসের সামনে সভা করতে চান তারা৷ এই মর্মে কলকাতা পুলিশকে চিঠিও দেওয়া হয়েছে৷ নওশাদ সিদ্দিকির যুক্তি, ভিক্টোরিয়া হাউসের সামনে কোনও রাজনৈতিক দলের কেনা জায়গা নয়। যে আগে আবেদন করবে সেই পাবে।
advertisement
একুশে জুলাই ধর্মতলায় সভা করতে চেয়ে ফের একবার সরাসরি শাসক দলের সঙ্গে সংঘাতের পথে হাঁটলেন আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকি৷ বিষয়টি নিয়ে তারা হাইকোর্ট, এমন কি, সুপ্রিম কোর্টে গিয়েও আইন লড়াই করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন নওশাদ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 19, 2024 6:33 PM IST










