সব ধর্ম সমান, রথযাত্রায় নুসরতকে আমন্ত্রণ জানিয়ে বার্তা ISKCON-এর, আমন্ত্রণ গ্রহণ নায়িকার

Last Updated:
#কলকাতা: কেন মুসলিম মেয়ের মাথায় সিঁদুর? মুসলিম হয়েও হিন্দু ছেলেকে কেন বিয়ে করেছেন নুসরত? এমন নানা প্রশ্ন নিয়েই নুসরতের বিরুদ্ধে ফতোয়া জারি করেছে কট্টোরপন্থী সংগঠন৷ কিন্তু তিনি নিজেকে ভারতীয় বলেই মেলে ধরেছেন৷ সংসদে শপথ নেওয়ার দিনই ঐক্যবদ্ধ ভারতের প্রতিনিধি হিসেবে নিজেকে প্রমাণ করেছেন নুসরত জাহান৷ এবার তাঁকেই রথযাত্রায় আমন্ত্রণ জানাল ISKCON৷
advertisement
ISKCON-এর পক্ষ থেকে রাধারমণ দাস ট্যুইটে লিখেছেন যে ISKCON সবসময় সামাজিক সম্প্রীতির পক্ষে৷ তিনি লিখেছেন যে অনেক সংখ্যালঘু ভাইয়েরা রথ তৈরির কাজ করেন৷ তাদের হাতেই তৈরি হয় প্রভুর সুন্দর পোশাক৷ তাই কোনওভাবেই রথযাত্রার পুণ্যতিথিতে তারা ব্রাত্য নয়৷ সেই বার্তা সামনে আনতে নুসরতকে আমন্ত্রণ জানিয়েছেন তারা৷ ৪ জুলাই নুসরতের রিসেপশন রয়েছে৷ তবে তিনি ISKCON-এর সঙ্গে রয়েছেন৷ রথযাত্রার আমন্ত্রণ গ্রহণ করেছেন তিনি এই মর্মে একটি ভিডিও পোস্ট করেছেন নুসরত৷
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
সব ধর্ম সমান, রথযাত্রায় নুসরতকে আমন্ত্রণ জানিয়ে বার্তা ISKCON-এর, আমন্ত্রণ গ্রহণ নায়িকার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement