সামনের সারিতে মহিলার দল, কোনও কথা না বলে রেগে মঞ্চ ছাড়লেন গুরুজি!

Last Updated:
#জয়পুর: কথা ছিল গুরুজি এসে অনেক অনুপ্ররণাদায়ক বক্তব্য রাখবেন৷ কিন্তু তিনি তো কোনও কথাই বললেন না৷ উল্টে মঞ্চ ছাড়লেন৷ কারণ? সামনের সারিতে বসে ছিলেন মহিলারা! রবিবার এই ঘটনা ঘটেছে রাজস্থানে৷ দা ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন এবং অল রাজস্থান ইন সার্ভিস ডক্টরস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ সখানে স্বামী জ্ঞানবতসল্য ছিলেন মূল বক্তা৷
স্বামী জ্ঞানবতসল্য মোটিভেশনল স্পিকার হিসেবে পরিচিত৷ তাঁর কথা শুনতে হাজির ছিলেন অসংখ্য চিকিৎসক৷ অনুষ্ঠানের আগে তিনি শর্ত দিয়েছিলেন যে প্রথমের তিনটি সারিতে বসতে পারবেন না কোনও মহিলা৷ তা শুনে অনেকে মহিলা চিকিৎসক প্রতিবাদ করেন৷ পুরুষরাও তাদের সঙ্গে যোগদান করেন৷ তবে পরে তাদের বুঝিয়ে বিক্ষোভ মিটিয়ে ফেলা হয়৷ জানানো হয় প্রথম দু’টি সারি খালি রাখা হবে৷
advertisement
advertisement
রবিবার যখন জয়পুরের বিড়লা অডিটোরিয়ামে অনুষ্ঠান শুরু হয় তখন দেখা যায় অন্য ছবি৷ কিছু মহিলা চিকিৎসক শুরু দিকে বসে ছিলেন৷ স্বামীজি মঞ্চে ওঠার আগে আবার ঘোষণা করা হয় মহিলাদের সামনে থেকে সরতে হব৷ কারণ হিসেবে গুরুজির পছন্দের কথা বলা হলে তাঁরা অসন্তুষ্ট হন৷ কিন্তু মেনে নেন গুরুজির আদেশ৷ তবে ততক্ষণে গুরুজি এলাকা ছেড়ে চলে যান৷ একজন অনুপ্ররণাদায়ক গুরুজির এমন আচরণে ক্ষুব্ধ অনেকে৷ স্বামী জ্ঞানবতসল্যের এমন পদক্ষেপে চারিদিকে নিন্দার ঝড়৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সামনের সারিতে মহিলার দল, কোনও কথা না বলে রেগে মঞ্চ ছাড়লেন গুরুজি!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement