সামনের সারিতে মহিলার দল, কোনও কথা না বলে রেগে মঞ্চ ছাড়লেন গুরুজি!

Last Updated:
#জয়পুর: কথা ছিল গুরুজি এসে অনেক অনুপ্ররণাদায়ক বক্তব্য রাখবেন৷ কিন্তু তিনি তো কোনও কথাই বললেন না৷ উল্টে মঞ্চ ছাড়লেন৷ কারণ? সামনের সারিতে বসে ছিলেন মহিলারা! রবিবার এই ঘটনা ঘটেছে রাজস্থানে৷ দা ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন এবং অল রাজস্থান ইন সার্ভিস ডক্টরস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ সখানে স্বামী জ্ঞানবতসল্য ছিলেন মূল বক্তা৷
স্বামী জ্ঞানবতসল্য মোটিভেশনল স্পিকার হিসেবে পরিচিত৷ তাঁর কথা শুনতে হাজির ছিলেন অসংখ্য চিকিৎসক৷ অনুষ্ঠানের আগে তিনি শর্ত দিয়েছিলেন যে প্রথমের তিনটি সারিতে বসতে পারবেন না কোনও মহিলা৷ তা শুনে অনেকে মহিলা চিকিৎসক প্রতিবাদ করেন৷ পুরুষরাও তাদের সঙ্গে যোগদান করেন৷ তবে পরে তাদের বুঝিয়ে বিক্ষোভ মিটিয়ে ফেলা হয়৷ জানানো হয় প্রথম দু’টি সারি খালি রাখা হবে৷
advertisement
advertisement
রবিবার যখন জয়পুরের বিড়লা অডিটোরিয়ামে অনুষ্ঠান শুরু হয় তখন দেখা যায় অন্য ছবি৷ কিছু মহিলা চিকিৎসক শুরু দিকে বসে ছিলেন৷ স্বামীজি মঞ্চে ওঠার আগে আবার ঘোষণা করা হয় মহিলাদের সামনে থেকে সরতে হব৷ কারণ হিসেবে গুরুজির পছন্দের কথা বলা হলে তাঁরা অসন্তুষ্ট হন৷ কিন্তু মেনে নেন গুরুজির আদেশ৷ তবে ততক্ষণে গুরুজি এলাকা ছেড়ে চলে যান৷ একজন অনুপ্ররণাদায়ক গুরুজির এমন আচরণে ক্ষুব্ধ অনেকে৷ স্বামী জ্ঞানবতসল্যের এমন পদক্ষেপে চারিদিকে নিন্দার ঝড়৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
সামনের সারিতে মহিলার দল, কোনও কথা না বলে রেগে মঞ্চ ছাড়লেন গুরুজি!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement