উত্তর থেকে পূর্ব... উৎসবের মরসুমে রেল চেপে তীর্থযাত্রা! একবার জেনে নিন স্পেশাল ট্রেনের সময়সূচি

Last Updated:

থাকবে দারুণ সব খাবার। আরামদায়ক থাকার ব্যবস্থা। একেবারে বাড়ির মতো আরাম সঙ্গে দারুণ ভ্রমণের সুযোগ পেতে একবার ঘুরে আসবেন নাকি?

Representative image
Representative image
কলকাতা: পুজো শুরু। বেড়ানো শুরু। উৎসবের মরসুমে রেল চেপে তীর্থ যাত্রা শুরু করুন পুরী-জগন্নাথ, গঙ্গাসাগর কিংবা অযোধ্যা ধাম। যাত্রা শুরু হবে ৫ নভেম্বর থেকে ১৪ পর্যন্ত আইআরসিটিসির ভারত গৌরব ট্রেনে।
আইআরসিটিসি ৫ নভেম্বর ২০২৫ তারিখে দিল্লি-সফদরজং  থেকে শুরু করছে ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট ট্রেন। এই ট্রেনে ১০ দিনের তীর্থযাত্রা পুরী-জগন্নাথ, গঙ্গাসাগর অযোধ্যাধাম চালু করতে পেরে তারা আনন্দিত।
এই তীর্থ যাত্রার মূল আকর্ষণ:
advertisement
পুরী-জগন্নাথ, গঙ্গাসাগর অযোধ্যা ধাম পরিদর্শন:
গয়া: মহাবোধি মন্দির এবং বিষ্ণুপদ মন্দির।
পুরী: শ্রী জগন্নাথ মন্দির এবং সূর্য মন্দির (কোণার্ক)।
advertisement
কলকাতা: গঙ্গাসাগর এবং কালীঘাট কালী মন্দির।
জসিডি: বৈদ্যনাথধাম।
বারাণসী: কাশী বিশ্বনাথ মন্দির এবং করিডোর।
অযোধ্যা ধাম: শ্রী রাম জন্মভূমি মন্দিরযাত্রীদের এই তীর্থ যাত্রা স্পেশালে রয়েছেএকাধিক বোর্ডিং
পয়েন্ট: দিল্লি-সফদার জং – মথুরা জং – আগ্রা ক্যান্টনমেন্ট – গোয়ালিয়র – বীরাঙ্গনা লক্ষ্মীবাই-
কানপুর-লখনউ- অযোধ্যা ক্যান্টনমেন্ট।
ভ্রমণের সময়কাল এবং তারিখ:
৯ রাত / ১০ দিন। যাওয়া: ৫ নভেম্বর ২০২৫, ফেরা: ১৪ নভেম্বর ২০২৫
advertisement
কেমন হবে ভাড়া?
ক্লাস এবং প্যাকেজের হার (জিএসটি সহ):
স্লিপার (ইকোনমি): ২০৩২০টাকা
৩এসি ৩০৭৮৫ টাকা
২এসি : ৩৮২৪০টাকা
থাকবে দারুণ সব খাবার। আরামদায়ক থাকার ব্যবস্থা। একেবারে বাড়ির মতো আরাম সঙ্গে দারুণ ভ্রমণের সুযোগ পেতে একবার ঘুরে আসবেন নাকি?
বাংলা খবর/ খবর/কলকাতা/
উত্তর থেকে পূর্ব... উৎসবের মরসুমে রেল চেপে তীর্থযাত্রা! একবার জেনে নিন স্পেশাল ট্রেনের সময়সূচি
Next Article
advertisement
West Bengal Weather Update: এগোচ্ছে ঘূর্ণাবর্ত ! নিম্নচাপের বৃষ্টিতে ভাসবে পুজো? কবে কবে বেশি বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন
এগোচ্ছে ঘূর্ণাবর্ত ! নিম্নচাপের বৃষ্টিতে ভাসবে পুজো? কবে কবে বেশি বৃষ্টির পূর্বাভাস, জানুন
  • এগোচ্ছে ঘূর্ণাবর্ত !

  • নিম্নচাপের বৃষ্টিতে ভাসবে পুজো ?

  • পুজোর দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement