উত্তর থেকে পূর্ব... উৎসবের মরসুমে রেল চেপে তীর্থযাত্রা! একবার জেনে নিন স্পেশাল ট্রেনের সময়সূচি
- Published by:Rachana Majumder
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
থাকবে দারুণ সব খাবার। আরামদায়ক থাকার ব্যবস্থা। একেবারে বাড়ির মতো আরাম সঙ্গে দারুণ ভ্রমণের সুযোগ পেতে একবার ঘুরে আসবেন নাকি?
কলকাতা: পুজো শুরু। বেড়ানো শুরু। উৎসবের মরসুমে রেল চেপে তীর্থ যাত্রা শুরু করুন পুরী-জগন্নাথ, গঙ্গাসাগর কিংবা অযোধ্যা ধাম। যাত্রা শুরু হবে ৫ নভেম্বর থেকে ১৪ পর্যন্ত আইআরসিটিসির ভারত গৌরব ট্রেনে।
আইআরসিটিসি ৫ নভেম্বর ২০২৫ তারিখে দিল্লি-সফদরজং থেকে শুরু করছে ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট ট্রেন। এই ট্রেনে ১০ দিনের তীর্থযাত্রা পুরী-জগন্নাথ, গঙ্গাসাগর অযোধ্যাধাম চালু করতে পেরে তারা আনন্দিত।
এই তীর্থ যাত্রার মূল আকর্ষণ:
advertisement
পুরী-জগন্নাথ, গঙ্গাসাগর অযোধ্যা ধাম পরিদর্শন:
গয়া: মহাবোধি মন্দির এবং বিষ্ণুপদ মন্দির।
পুরী: শ্রী জগন্নাথ মন্দির এবং সূর্য মন্দির (কোণার্ক)।
advertisement
কলকাতা: গঙ্গাসাগর এবং কালীঘাট কালী মন্দির।
জসিডি: বৈদ্যনাথধাম।
বারাণসী: কাশী বিশ্বনাথ মন্দির এবং করিডোর।
অযোধ্যা ধাম: শ্রী রাম জন্মভূমি মন্দিরযাত্রীদের এই তীর্থ যাত্রা স্পেশালে রয়েছেএকাধিক বোর্ডিং
পয়েন্ট: দিল্লি-সফদার জং – মথুরা জং – আগ্রা ক্যান্টনমেন্ট – গোয়ালিয়র – বীরাঙ্গনা লক্ষ্মীবাই-
কানপুর-লখনউ- অযোধ্যা ক্যান্টনমেন্ট।
advertisement
ভ্রমণের সময়কাল এবং তারিখ:
৯ রাত / ১০ দিন। যাওয়া: ৫ নভেম্বর ২০২৫, ফেরা: ১৪ নভেম্বর ২০২৫
advertisement
কেমন হবে ভাড়া?
ক্লাস এবং প্যাকেজের হার (জিএসটি সহ):
স্লিপার (ইকোনমি): ২০৩২০টাকা
৩এসি ৩০৭৮৫ টাকা
২এসি : ৩৮২৪০টাকা
থাকবে দারুণ সব খাবার। আরামদায়ক থাকার ব্যবস্থা। একেবারে বাড়ির মতো আরাম সঙ্গে দারুণ ভ্রমণের সুযোগ পেতে একবার ঘুরে আসবেন নাকি?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 25, 2025 9:19 AM IST