সোশ্যাল মিডিয়ায় আলাপ...প্রেম, আইটি তরুণীকে 'টুকরো টুকরো করে' খুন করতে এল প্রেমিক!

Last Updated:

কলকাতার এক তরুণী সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের পর প্রেমে পড়েন, কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার পর অভিযুক্ত যুবক তাকে মারধর ও হুমকি দেয়। আতঙ্কিত তরুণী পুলিশের সাহায্য চান এবং অভিযুক্ত গ্রেফতার হয়।

শনিবার বারবার ফোন করেও তরুণী ফোন না ধরায়, অভিযুক্ত যুবক তাঁর বাড়ির সামনে গিয়ে হাজির হয় কাটারি জাতীয় ধারালো অস্ত্র, স্ক্রু ড্রাইভার ও ছুরি নিয়ে। প্রাণের ভয় পেয়ে তরুণী ১০০ নম্বরে ডায়েল করে পুলিশের সাহায্য চান। কাশিপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে।
শনিবার বারবার ফোন করেও তরুণী ফোন না ধরায়, অভিযুক্ত যুবক তাঁর বাড়ির সামনে গিয়ে হাজির হয় কাটারি জাতীয় ধারালো অস্ত্র, স্ক্রু ড্রাইভার ও ছুরি নিয়ে। প্রাণের ভয় পেয়ে তরুণী ১০০ নম্বরে ডায়েল করে পুলিশের সাহায্য চান। কাশিপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে।
সুস্মিতা মণ্ডল, কাশিপুর: অ্যাসিড আক্রমণের ভয় দেখানোর পর টুকরো টুকরো করে খুন করার হুমকি, 100 ডায়েল ফোন করেন আই টি কর্মী তরুণী। সোশ্যাল মিডিয়ায় পরিচয় থেকে প্রেম, তার পর ভয়াবহ হুমকি! ২০২০ সালে সম্পর্কের শুরু, আর ২০২৩ সালে তা ভেঙে যায়। কিন্তু সম্পর্ক শেষ হওয়ার পরও শান্তি নেই অভিযোগকারিণীর। অভিযোগ, ২০২৪ সালে ওই আইটি কর্মী তরুণীকে তার অফিসের বাইরে ডেকে নিয়ে গিয়ে মারধর ও হুমকি দেয় অভিযুক্ত যুবক।
আরও পড়ুন- ব্যাঙ্কে টাকা তুলতে এলেন মহিলা, ‘চেক’ এগিয়ে ধরতেই…ভয়ঙ্কর! এটা কী লেখা? ঘাম ছুটল ক্যাশিয়ারের
তার হাতে ছিল অ্যাসিডের বোতল, আর সে হামলার ভয় দেখায় বলে অভিযোগ। আতঙ্কিত তরুণী কাশিপুর থানায় জেনারেল ডায়েরি (GD) করেন। পুলিশের তরফে অভিযুক্তকে ডেকে এনে মুচলেকা লেখানো হয় বলে অভিযোগকারিণীর দাবি। তিনি জানান, ওই যুবক বলেছে, “পিস পিস করে কেটে খুন করবে, অ্যাসিড ছুড়ে মারার হুমকিও দিয়েছে।”
advertisement
advertisement
তবে সেখানেই শেষ হয়নি আতঙ্ক। শনিবার বারবার ফোন করেও তরুণী ফোন না ধরায়, অভিযুক্ত যুবক তাঁর বাড়ির সামনে গিয়ে হাজির হয় কাটারি জাতীয় ধারালো অস্ত্র, স্ক্রু ড্রাইভার ও ছুরি নিয়ে। প্রাণের ভয় পেয়ে তরুণী ১০০ নম্বরে ডায়েল করে পুলিশের সাহায্য চান। কাশিপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে।
advertisement
এছাড়াও অভিযোগ উঠেছে, অভিযুক্ত যুবক তরুণীর ব্যক্তিগত ছবি ভাইরাল করার হুমকি দিত। জানা গেছে, অভিযুক্ত একজন ডেলিভারি বয়।
তবে এই ঘটনায় এখনও মুখ খুলতে রাজি নন অভিযোগকারিণী। আগামীকাল সকাল ১১টা নাগাদ শিয়ালদহ আদালতে গিয়ে নিজের বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন তিনি।
বাংলা খবর/ খবর/কলকাতা/
সোশ্যাল মিডিয়ায় আলাপ...প্রেম, আইটি তরুণীকে 'টুকরো টুকরো করে' খুন করতে এল প্রেমিক!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement