প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ-এর বিজ্ঞপ্তি জারি

Last Updated:

প্রাথমিকের টেট উত্তীর্ণদের ইন্টারভিউ-এর বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ভাইভা এবং অ্যাপ্টিটিউড টেস্টের সময়সীমা জানানো হল বিজ্ঞপ্তিতে।

#কলকাতা: প্রাথমিকের টেট উত্তীর্ণদের ইন্টারভিউ-এর বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ভাইভা এবং অ্যাপ্টিটিউড টেস্টের সময়সীমা জানানো হল বিজ্ঞপ্তিতে।
১৯ শে অক্টোবর থেকে ২৮ শে অক্টোবর পর্যন্ত মার্কশিট, সার্টিফিকেট এবং টেস্টিমোনিয়াল যাচাই, ইন্টারভিউ-ভাইভা এবং অ্যাপ্টিটিউড টেস্ট নেওয়ার কাজ চলবে। তবে কোন জেলায় কবে এবং কোথায় এগুলি হবে তা জানানো হয়নি বিজ্ঞপ্তিতে।
এই তথ্য পর্ষদ এবং স্কুলশিক্ষা দফতরের ওয়েবসাইটে দেওয়া হবে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। সংশ্লিষ্ট প্রার্থীদেরও ই-মেল বা এসএমএসে করে তা জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
পর্ষদ সূত্রে খবর, গতবার টেট উত্তীর্ণ প্রার্থীদের সবাইকে চাকরি দেওয়া হয়েছে।  ফলে এবারের ইন্টারভিউ -ভাইভা হবে শুধুমাত্র ২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়েই।
১৪ সেপ্টেম্বর আদালতের রায়দানে টেট মামলার নিষ্পত্তির পরই দু’ঘণ্টার মধ্যে টেটের জোড়া ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও স্কুল সার্ভিস কমিশন ৷ তখনই পর্ষদ জানিয়েছিল দ্রুত ইন্টারভিউ শুরু হবে ৷
advertisement
SSC-র পর প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷  পর্ষদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ৷ ৪১, ৫৫৯টি শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে ৷ ২০১৪-য় টেট উত্তীর্ণরা আবেদন করতে পারবেন ৷
প্রাথমিক টেটে ২০ লক্ষ আবেদনকারীর মধ্যে পাস করেছেন প্রায় ২ লক্ষ পড়ুয়া। প্রাথমিকে শূন্যপদের সংখ্যা এই মুহূর্তে ৪১ হাজার ৫৫৯টি ৷ পর্ষদের নিজস্ব ওয়েবসাইটেও অনলাইনে আবেদন করা যাবে ৷ সংরক্ষিত প্রার্থীদের নতুন করে আবেদনের জন্য ৫০ টাকা ফিজ দিতে। অসংরক্ষিত প্রার্থীদের আবেদন করতে লাগবে ২০০ টাকা।
advertisement
অন্যদিকে, এবারে নিয়োগ পদ্ধতিতে বেশ কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে ৷ যেমন প্রাথমিক ও উচ্চপ্রাথমিক দুই ক্ষেত্রেই ইন্টারভিউয়ের সময় দিতে হবে টিচিং ডেমস্ট্রেশন ৷ এছাড়া SSC-এর নম্বর বিভাজনের ক্ষেত্রেও এসেছে পরিবর্তন ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ-এর বিজ্ঞপ্তি জারি
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement