অবশেষে সুখবর! জুলাইতেই সল্টলেকের সেন্ট্রাল পার্কে কলকাতা বইমেলা, জানাল গিল্ড
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে মিলল সুখবর! বাতিল নয়, এ'বছর হচ্ছে কলকাতা বইমেলা
#কলকাতা: দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে মিলল সুখবর! বাতিল নয়, এ'বছর হচ্ছে কলকাতা বইমেলা। বৃহস্পতিবার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, আগামী জুলাইতেই সল্টলেকের সেন্ট্রাল পার্কে আয়োজিত হবে ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। তবে মেলার দিনক্ষণ এখনও জানানো হয়নি।
ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশন, জেনিভা প্রকাশিত বইমেলা ক্যালেন্ডার অনুযায়ী ২০২১-এর ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কলকাতা বইমেলা । কিন্তু করোনা অতিমারির কারণে পিছিয়ে দিতে হয় বইমেলা। গত ডিসেম্বরে গিল্ডের তরফে জানানো হয়েছিল, পরিস্থিতি স্বাভাবিক হলে বইমেলার পরিবর্তিত দিনক্ষণ ঘোষণা করা হবে। বৃহস্পতিবার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে গিল্ডের তরফে জানানো হয়েছে, প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে আগামী জুলাই মাসে আয়োজিত হবে ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা।
advertisement
গিল্ড জানিয়েছে, এ বারের মেলার থিম কান্ট্রি বাংলাদেশ। বাংলাদেশ সরকার আগেই সিদ্ধান্ত নিয়েছিল, এ বারের বইমেলায় শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতার পঞ্চাশ বছর উদযাপিত হবে। পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবর্ষ এবং সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষও পালিত হবে বইমেলায়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Feb 04, 2021 7:38 PM IST








