IndiGo Flight:কলকাতা থেকে ফুকেট 'ননস্টপ' বিমান 'ইন্ডিগো'-র, এবার থাইল্যান্ড যাওয়া মুখের কথা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
IndiGo Flight:বিমান সংস্থা 'ইন্ডিগো' ঘোষণা করল, তাদের বিমান এবার কলকাতা থেকে রোজ ফুকেট যাতায়াত করবে
কলকাতা: শতবর্ষে আরও বেশি আন্তর্জাতিক বিমান চালানো হবে জানিয়েছিল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। এই ঘোষণার কয়েকদিনের মধ্যেই বিমান সংস্থা ‘ইন্ডিগো’ ঘোষণা করল, তাদের বিমান এবার কলকাতা থেকে রোজ ফুকেট যাতায়াত করবে। দিল্লির পর এটি হবে ইন্ডিগোর দ্বিতীয় সরাসরি ফুকেট উড়ান।
ডিসেম্বরের শুরুতেই সংস্থার তরফে জানানো হয়েছিল কলকাতা থেকে ফুকেট বিমান পরিষেবার কথা। জানানো হয়েছিল, এই নতুন রুটের মাধ্যমে ইন্ডিগো ভারত ও থাইল্যান্ডের মধ্যে ৯৩টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করবে। কলকাতা থেকে ফুকেট উড়ান চলবে সোমবার, মঙ্গলবার, বুধবার, শুক্রবার, শনি ও রবিবার। সোমবার, মঙ্গল ও শুক্রবার, ফ্লাইট 6E 1901, কলকাতা থেকে সকাল ৬ টায় (আইএসটি) ছেড়ে যাবে এবং ফুকেট পৌঁছাবে সকাল ১০টা ৪০ মিনিটে (স্থানীয় সময়), বুধ ও শনিবার ফ্লাইটটি কলকাতা থেকে সকাল ৬.৫০ টায় ছাড়বে এবং সকাল১১.৩৫ মিনিটে ফুকেট পৌঁছাবে। রবিবার সকাল ৬টা ৫০ মিনিটে ফ্লাইট ছেড়ে ফুকেটে অবতরণ করবে সকাল ১১টা ৪০ মিনিটে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 27, 2024 8:56 PM IST

