'যাত্রীদের হয়রানি করার অধিকার কে দিয়েছে?' ইন্ডিগো ফ্লাইট বিভ্রাটে কেন্দ্রকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 

Last Updated:

ইন্ডিগো-সহ উড়ান বিভ্রাটে যাত্রী হয়রানিতে কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিকল্প ব্যবস্থা ছাড়াই নির্দেশে ক্ষোভ প্রকাশ।

'যাত্রীদের হয়রানি করার অধিকার কে দিয়েছে?' ইন্ডিগো ফ্লাইট বিভ্রাটে কেন্দ্রকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 
'যাত্রীদের হয়রানি করার অধিকার কে দিয়েছে?' ইন্ডিগো ফ্লাইট বিভ্রাটে কেন্দ্রকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 
ইন্ডিগো ফ্লাইট বিভ্রাটে যাত্রীদের বিপুল হয়রানি! কেন্দ্রকেই কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিগো-সহ একাধিক উড়ানে চলমান বিভ্রাটে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকারের নির্দেশে পাইলটদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হওয়ায় পরিস্থিতি অচলাবস্থার রূপ নিয়েছে, আর তার জেরে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন সাধারণ যাত্রীরা।
মুখ্যমন্ত্রী বলেন, “যাত্রীদের হয়রানি হচ্ছে। পাইলটদের উপরে অতিরিক্ত চাপ দিলে সে বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু কোনও নির্দেশ দেওয়ার আগে বিকল্প ব্যবস্থা করা উচিত ছিল। সাধারণ মানুষের কথা ভাবা উচিত।”
advertisement
মমতার দাবি, আচমকা নিয়ম পরিবর্তন মানুষের স্বাভাবিক যাতায়াত পুরোপুরি বিঘ্নিত করেছে। তিনি বলেন, “তিন হাজারের টিকিটের দাম ৫০ হাজার টাকা হয়ে গিয়েছে। বর-কনে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারছে না। এরকম অচলাবস্থা আমি কোনও দিন দেখিনি। এটা একটা বিপর্যয়।”
advertisement
তিনি অভিযোগ করেন, কেন্দ্র কোনও বিকল্প ব্যবস্থা না করেই নির্দেশ জারি করেছে, যার ফলে হাজার হাজার যাত্রী গত সাত-আট দিন ধরে বিমানবন্দরে আটকে রয়েছেন। “সাধারণ মানুষকে এভাবে হয়রানি করার অধিকার কে দিয়েছে?”—প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী।
advertisement
মমতা আরও বলেন, “শুধু প্লেনের বদলে ট্রেনে যান বলে দিলেই হল না। ট্রেনেও তো টিকিট নেই। অন্তত এমন ব্যবস্থা করুন যাতে অর্ধেক উড়ান হলেও চালানো যায়। আমি জানি না ওরা কী করছে। দেশের বিষয়ে কোনও চিন্তা নেই। কীভাবে ভোট আর ইভিএম দখল করবে, তা নিয়েই বিজেপি সরকার ভাবিত। আমরা মানুষের কথা ভাবি।”
advertisement
মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্রের সিদ্ধান্তে পরিস্থিতি “খারাপের থেকে আরও খারাপের দিকে যাচ্ছে”, এবং অবিলম্বে যাত্রীদের স্বস্তি দিতে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'যাত্রীদের হয়রানি করার অধিকার কে দিয়েছে?' ইন্ডিগো ফ্লাইট বিভ্রাটে কেন্দ্রকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 
Next Article
advertisement
Mamata Banerjee News: চব্বিশে জয়ের পর নজরে ছাব্বিশ, আজ থেকে দু দিনের কোচবিহার সফরে মমতা!
চব্বিশে জয়ের পর নজরে ছাব্বিশ, আজ থেকে দু দিনের কোচবিহার সফরে মমতা!
  • আজ থেকে কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী৷

  • দু দিনের কোচবিহার সফরে মমতা৷

  • ২০২৪-এর লোকসভা নির্বাচনে কোচবিহারে জয় পায় তৃণমূল৷

VIEW MORE
advertisement
advertisement