Indian Railways Special Train: নিউ জলপাইগুড়ি যাওয়ার স্পেশ্যাল ট্রেন ঘোষণা, যাওয়া যাবে অসমেও! জানুন রুট-দিনক্ষণ

Last Updated:

Indian Railways Special Train: রাধিকাপুর ও হাওড়ার মধ্যে কুলিক এক্সপ্রেসের ভালুকা রোড স্টেশনে নতুন স্টপেজ-এর শুভ উদ্বোধন।

ভারতীয় রেলের স্পেশ্যাল ট্রেন ঘোষণা
ভারতীয় রেলের স্পেশ্যাল ট্রেন ঘোষণা
কলকাতা: যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে একটি স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্পেশ্যাল ট্রেন নং. ০২৫২৫ (কামাখ্যা-আনন্দ বিহার) ও স্পেশ্যাল ট্রেন নং. ০২৫২৬ (আনন্দ বিহার-কামাখ্যা) ২৪টি ট্রিপের জন্য জুলাই, ২০২৪ পর্যন্ত চলাচল করবে। ট্রেন নং. ০২৫২৫ (কামাখ্যা-আনন্দ বিহার) স্পেশ্যাল ১৬ ফেব্রুয়ারি থেকে ২৬ জুলাই, ২০২৪ পর্যন্ত প্রত্যেক শুক্রবার ২২.৪৫ ঘণ্টায় কামাখ্যা থেকে রওনা দিয়ে প্রত্যেক রবিবারে ০৮.৪০ ঘণ্টায় আনন্দ বিহার টার্মিনাল পৌঁছবে।
একইভাবে, ট্রেন নং. ০২৫২৬ (আনন্দ বিহার-কামাখ্যা) স্পেশ্যাল ১৮ ফেব্রুয়ারি থেকে ২৮ জুলাই, ২০২৪ পর্যন্ত প্রত্যেক রবিবার ১৭.২০ ঘন্টায় আনন্দ বিহার টার্মিনাল থেকে রওনা দিয়ে প্রত্যেক মঙ্গলবারে ০৩.৪০ ঘন্টায় কামাখ্যা পৌঁছবে। উক্ত দুটি ট্রেনেই নিজ নিজ গন্তব্যস্থান পৌঁছানোর জন্য ভায়া গোয়ালপাড়া টাউন, গৌরিপুর, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, কাটিহার, খাগাড়িয়া, বারাউনি, দানাপুর, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ও আলিগড় জং. হয়ে চলাচল করবে।
advertisement
আরও পড়ুন: ঝড় আসছে! আগামী ২ ঘণ্টায় কলকাতা-হাওড়া-সহ এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির পূর্বাভাস, আবহাওয়ার বড় খবর
ট্রেনটিতে ০১- ফার্স্ট ক্লাস এসি, ০২- এসি ২ টিয়ার, ০৫- এসি ৩ টিয়ার, ০৫- এসি ৩ টিয়ার ইকোনোমি, ০৪ – স্লিপার ক্লাস, ০২- জেনারেল সিটিং কোচ এবং একটি প্যান্ট্রি কার থাকবে। রেল যাত্রীদের সুবিধা প্রদানের একটি পদক্ষেপ হিসেবে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশনের অন্তর্গত ভালুকা রোড স্টেশনে ট্রেন নং. ১৩০৫৩/১৩০৫৪ (হাওড়া-রাধিকাপুর-হাওড়া) কুলিক এক্সপ্রেসের দুই মিনিটের অতিরিক্ত স্টপেজ প্রদান করা হয়েছে।  ভালুকা রোড স্টেশনে কুলিক এক্সপ্রেসের পরীক্ষামূলক ভিত্তিতে নতুন স্টপেজের শুভ উদ্বোধন করেন মালদহ নর্থ-এর মাননীয় লোকসভা সাংসদ খগেন মুর্মু।
advertisement
advertisement
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডিভিশনের বরিষ্ঠ রেলওয়ে আধিকারিকরা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।​হাওড়া থেকে রওনা দেওয়া ট্রেন নং. ১৩০৫৩ (হাওড়া-রাধিকাপুর) কুলিক এক্সপ্রেস এখন থেকে ভালুকা রোড স্টেশনে ১৬.২৫ ঘণ্টায় পৌঁছবে এবং ১৬.২৭ ঘণ্টায় প্রস্থান করবে। একইভাবে, ট্রেন নং. ১৩০৫৪ (রাধিকাপুর-হাওড়া) কুলিক এক্সপ্রেস রাধিকাপুর থেকে যাত্রা শুরু করে ০৭.২৯ ঘণ্টায় ভালুকা রোড স্টেশন পৌঁছবে এবং ০৭.৩১ ঘণ্টায় প্রস্থান করবে। এই নতুন স্টপেজটি স্থানীয় জনসাধরণের দীর্ঘদিনের দাবি পূরণ করবে বলে আশা করা হচ্ছে।
advertisement
আবীর ঘোষাল
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railways Special Train: নিউ জলপাইগুড়ি যাওয়ার স্পেশ্যাল ট্রেন ঘোষণা, যাওয়া যাবে অসমেও! জানুন রুট-দিনক্ষণ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement