Railway News: ট্রেনের মধ্যে এ কী কাণ্ড! মহিলা কামড়ায় হুড়মুড়িয়ে ঢুকে পড়ছে পুরুষরা, হাতেনাতে ধরা পড়লেই...
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Railway News: শীর্ষ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও মহিলা কামরায় পুরুষ যাত্রী ওঠা আটকানো যাচ্ছে না। প্রায় প্রতিদিন বিভিন্ন স্টেশনে দেখা যাচ্ছে এই ছবি৷ আইনত কড়া শাস্তির কথা বলা হলেও, যাত্রীদের একাংশ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই কাজ করে যাচ্ছেন৷
কলকাতা: শীর্ষ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও মহিলা কামরায় পুরুষ যাত্রী ওঠা আটকানো যাচ্ছে না। প্রায় প্রতিদিন বিভিন্ন স্টেশনে দেখা যাচ্ছে এই ছবি৷ আইনত কড়া শাস্তির কথা বলা হলেও, যাত্রীদের একাংশ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই কাজ করে যাচ্ছেন৷ এমতাবস্থায়, দমদম জংশনে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের তত্ত্বাবধানে, শিয়ালদহ ডিভিশনের আরপিএফ এবং বাণিজ্যিক বিভাগের কর্মী ও আধিকারিকদের সহযোগিতায়, এক বিশাল সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরের মূল উদ্দেশ্য ছিল মহিলা যাত্রীদের প্রতি মহিলা কোচে পুরুষ যাত্রীদের প্রবেশ বন্ধ করার গুরুত্ব বোঝানো এবং এই সমস্যা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সচেতন করা।
মহিলা যাত্রীদের স্বার্থ ও সুরক্ষার বিষয়টি রেলওয়ে সর্বদা গুরুত্ব সহকারে দেখে। এই কারণে, ব্যস্ত সময়ে নিয়মিত লেডিস স্পেশ্যাল ট্রেন চালানোর পাশাপাশি প্রতিটি ট্রেনে মহিলাদের জন্য সংরক্ষিত কোচের ব্যবস্থা রয়েছে। তবে দেখা যাচ্ছে, কিছু পুরুষ যাত্রী মহিলা কোচে যাতায়াত করার অভ্যাস বজায় রেখেছেন, যা মহিলা যাত্রীদের সুরক্ষা ও সম্মানের পরিপন্থী।
advertisement
advertisement
এই সচেতনতা শিবিরে, মহিলা যাত্রীদের জানানো হয় কীভাবে তারা এই ধরনের সমস্যার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারেন এবং রেলওয়ে হেল্পলাইন ১৩৯-এ কল করে পুরুষ যাত্রীদের মহিলা কোচে প্রবেশ প্রতিরোধ করতে পারেন। পরামর্শ ও সচেতনতার মাধ্যমে, সকল মহিলা যাত্রী আত্মবিশ্বাসী হন যে ভবিষ্যতে এমন কোনও ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তারা তা রুখতে সক্ষম হবেন এবং সঙ্গে সঙ্গে রেল হেল্পলাইন ১৩৯-এ জানাবেন।
advertisement
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী কৌশিক মিত্র জানান, মহিলা কোচে পুরুষ যাত্রীদের প্রবেশ বন্ধ করতে রেলওয়ে সর্বদা প্রস্তুত এবং এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সচেষ্ট।পরিসংখ্যান বলছে নভেম্বরের প্রথমার্ধে হাওড়া ডিভিশনে ১২৭ জন, শিয়ালদহ ডিভিশনে ১৯৪ জন, মালদা ডিভিশনে ৩৩ জন ও আসানসোল ডিভিশনে ১৫৯ জন গ্রেফতার হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে। এর পরেও হুশ ফিরছে না যাত্রীদের একাংশের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 24, 2024 10:23 AM IST