Railway News: ট্রেনের মধ্যে এ কী কাণ্ড! মহিলা কামড়ায় হুড়মুড়িয়ে ঢুকে পড়ছে পুরুষরা, হাতেনাতে ধরা পড়লেই...

Last Updated:

Railway News: শীর্ষ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও মহিলা কামরায় পুরুষ যাত্রী ওঠা আটকানো যাচ্ছে না। প্রায় প্রতিদিন বিভিন্ন স্টেশনে দেখা যাচ্ছে এই ছবি৷ আইনত কড়া শাস্তির কথা বলা হলেও, যাত্রীদের একাংশ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই কাজ করে যাচ্ছেন৷

৩. ট্রেন চলাচলের নিরাপত্তা: অপ্রয়োজনীয়ভাবে চেন টানা ট্রেন চলাচলের নির্গম গতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ৪. আইনানুগ শাস্তি: রেল সুরক্ষা আইন, ১৯৮৯, ধারা ১৪১ অনুযায়ী, বিনা প্রয়োজনে অযথা চেন  টানা একটি শাস্তিযোগ্য অপরাধ। এজন্য অপরাধীর জরিমানা অথবা কারাদণ্ডের মতো শাস্তি ও  হতে পারে।
৩. ট্রেন চলাচলের নিরাপত্তা: অপ্রয়োজনীয়ভাবে চেন টানা ট্রেন চলাচলের নির্গম গতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ৪. আইনানুগ শাস্তি: রেল সুরক্ষা আইন, ১৯৮৯, ধারা ১৪১ অনুযায়ী, বিনা প্রয়োজনে অযথা চেন  টানা একটি শাস্তিযোগ্য অপরাধ। এজন্য অপরাধীর জরিমানা অথবা কারাদণ্ডের মতো শাস্তি ও  হতে পারে।
কলকাতা: শীর্ষ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও মহিলা কামরায় পুরুষ যাত্রী ওঠা আটকানো যাচ্ছে না। প্রায় প্রতিদিন বিভিন্ন স্টেশনে দেখা যাচ্ছে এই ছবি৷ আইনত কড়া শাস্তির কথা বলা হলেও, যাত্রীদের একাংশ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই কাজ করে যাচ্ছেন৷ এমতাবস্থায়, দমদম জংশনে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের তত্ত্বাবধানে, শিয়ালদহ ডিভিশনের আরপিএফ এবং বাণিজ্যিক বিভাগের কর্মী ও আধিকারিকদের সহযোগিতায়,  এক বিশাল সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরের মূল উদ্দেশ্য ছিল মহিলা যাত্রীদের প্রতি মহিলা কোচে পুরুষ যাত্রীদের প্রবেশ বন্ধ করার গুরুত্ব বোঝানো এবং এই সমস্যা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সচেতন করা।
মহিলা যাত্রীদের স্বার্থ ও সুরক্ষার বিষয়টি রেলওয়ে সর্বদা গুরুত্ব সহকারে দেখে। এই কারণে, ব্যস্ত সময়ে নিয়মিত লেডিস স্পেশ্যাল ট্রেন চালানোর পাশাপাশি প্রতিটি ট্রেনে মহিলাদের জন্য সংরক্ষিত কোচের ব্যবস্থা রয়েছে। তবে দেখা যাচ্ছে, কিছু পুরুষ যাত্রী মহিলা কোচে যাতায়াত করার অভ্যাস বজায় রেখেছেন, যা মহিলা যাত্রীদের সুরক্ষা ও সম্মানের পরিপন্থী।
advertisement
advertisement
এই সচেতনতা শিবিরে, মহিলা যাত্রীদের জানানো হয় কীভাবে তারা এই ধরনের সমস্যার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারেন এবং রেলওয়ে হেল্পলাইন ১৩৯-এ কল করে পুরুষ যাত্রীদের মহিলা কোচে প্রবেশ প্রতিরোধ করতে পারেন। পরামর্শ ও সচেতনতার মাধ্যমে, সকল মহিলা যাত্রী আত্মবিশ্বাসী হন যে ভবিষ্যতে এমন কোনও ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তারা তা রুখতে সক্ষম হবেন এবং সঙ্গে সঙ্গে রেল হেল্পলাইন ১৩৯-এ জানাবেন।
advertisement
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী কৌশিক মিত্র জানান, মহিলা কোচে পুরুষ যাত্রীদের প্রবেশ বন্ধ করতে রেলওয়ে সর্বদা প্রস্তুত এবং এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সচেষ্ট।পরিসংখ্যান বলছে নভেম্বরের প্রথমার্ধে হাওড়া ডিভিশনে ১২৭ জন, শিয়ালদহ ডিভিশনে ১৯৪ জন, মালদা ডিভিশনে ৩৩ জন ও আসানসোল ডিভিশনে ১৫৯ জন গ্রেফতার হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে। এর পরেও হুশ ফিরছে না যাত্রীদের একাংশের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Railway News: ট্রেনের মধ্যে এ কী কাণ্ড! মহিলা কামড়ায় হুড়মুড়িয়ে ঢুকে পড়ছে পুরুষরা, হাতেনাতে ধরা পড়লেই...
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement