Indian Railways: ৫০০ ট্রেন বাতিল, লাখ যাত্রীর হয়রানি, এবার কড়া ব্যবস্থা রেলের! বাংলার মুখ্যসচিবকে চিঠি
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Indian Railways: রাজ্য সরকার যাতে জিআরপি এবং রাজ্য পুলিশের মাধ্যমে এই অবরোধ তোলার ব্যবস্থা করে, সেই আবেদন জানানো হয়েছে রেলের তরফে।
কলকাতা: রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিল দক্ষিণ পূর্ব রেল। অবিলম্বে ট্রেন চালানোর জন্য ব্যবস্থা করা হোক। কুড়মি আন্দোলনের জট কাটাতে ইতিমধ্যেই রাজ্যকে চিঠি দিয়েছে রেল। তাতেই সাফ লেখা হয়েছে, আন্দোলনকারীরা যদি তাঁদের অবরোধ না তোলেন তাহলে এবার রেলের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
রাজ্য সরকার যাতে জিআরপি এবং রাজ্য পুলিশের মাধ্যমে এই অবরোধ তোলার ব্যবস্থা করে, সেই আবেদন জানানো হয়েছে রেলের তরফে। প্রয়োজনে আরপিএফ-ও সাহায্য করবে বলে জানানো হয়েছে। অবিলম্বে সিআরআই রিপোর্ট পরিমার্জন করে কুড়মীদের তপশিলি উপজাতির তকমা দেবার দাবিতে এই রেল অবরোধ চালিয়ে যাচ্ছে আদিবাসী কর্মী সমাজ-সহ কুড়মিদের একাধিক সংগঠন। সঙ্গে রয়েছে আরও একাধিক দাবি।
advertisement
advertisement
আন্দোলনকারীরা সাফ জানাচ্ছেন, আদিবাসী কুড়মি জাতিকে তফশিলি উপজাতির তালিকাভুক্ত করা ছাড়াও সারনা ধর্মের স্বীকৃতি, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা-সহ রাজ্য সরকারের সিআরআই (কালচারাল রিসার্চ ইনস্টিটিউট) রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে অবিলম্বে পাঠাতে হবে বলে দাবি করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে 'যুক্ত' গৌতম তান্তিয়ার! কে তিনি? তাজ্জব ইডি! কুন্তলের কাণ্ডে তোলপাড়
গত ৫ এপ্রিল থেকে এই আন্দোলনের জেরে এখনও অবধি প্রায় ৫০০ ট্রেন বাতিল হয়ে গিয়েছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে রেলের খরচের বহর। এই অবস্থায় রেলের বক্তব্য, আইন শৃঙ্খলা যেহেতু রাজ্যের ব্যাপার। তাই তাদের তরফে এই চিঠি পাঠানো হয়েছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 09, 2023 10:38 AM IST