Indian Railways: ঘন কুয়াশায় রেল চলাচল নিয়ে বিশেষ সতর্কতা, গতির হেরফেরে কেমন ভাবে চলবে ট্রেন, জানুন বিশদে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
সেমিনারের মূল উদ্দেশ্য ছিল শীতকালীন কুয়াশার মধ্যে সীমিত দৃশ্যমানতার সময়ও ট্রেন চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন রাখা।
আবীর ঘোষাল, কলকাতা: সেমিনারে প্রায় ১৭০ জন কর্মী অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ছিলেন সিনিয়র সুপারভাইজার, ট্রাফিক ইন্সপেক্টর (TI), স্টেশন মাস্টার (SM), লোকো পাইলট (LPP), সহকারী লোকো পাইলট (ALP), ট্র্যাক মেইনটেনার (TM) এবং অন্যান্য রক্ষণাবেক্ষণ কর্মী। সেমিনারের মূল উদ্দেশ্য ছিল শীতকালীন কুয়াশার মধ্যে সীমিত দৃশ্যমানতার সময়ও ট্রেন চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন রাখা। সেমিনারের আলোচ্য মূল বিষয়সমূহ:
সিগন্যাল দৃশ্যমানতা: ঘন কুয়াশাতেও ট্রেন চলাচল নিরাপদ রাখতে আধুনিক LED সিগন্যাল ব্যবহারের মাধ্যমে সিগন্যালের উজ্জ্বলতা নিশ্চিত করা হচ্ছে। সিগন্যাল সাইটিং বোর্ড এবং W/L বোর্ডে প্রতিফলক রঙ ও স্ট্রিপ পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে যাতে চালকরা সময়মতো সঙ্কেত পেতে পারেন।
advertisement
advertisement
লেভেল ক্রসিং নিরাপত্তা : সমস্ত লেভেল ক্রসিং গেটে রেট্রো-রিফ্লেকটিভ টেপ ও স্পষ্ট চিহ্ন লাগানো হচ্ছে। গেটগুলো হলুদ/কালো আলোকিত স্ট্রিপে রাঙানো হচ্ছে এবং হুটারের কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে যাতে গাড়িচালক ও পথচারীরা সময়মতো সতর্ক হতে পারেন।
রেলপথ রক্ষা: শীতকালে ঠান্ডা আবহাওয়ায় রেললাইনে ফাটল বা ক্র্যাক এড়াতে প্রতি রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বিশেষ পেট্রোলম্যান মোতায়েন করা হয়েছে। তারা GPS ট্র্যাকার, প্রতিফলক জ্যাকেট এবং তিনটি টর্চ-সহ সজ্জিত। সিঙ্গল লাইনে ৪ কিমি ও ডাবল লাইনে ২ কিমি এলাকায় তারা টহল দেন। তাদের গতিবিধি GPS ট্র্যাকিং এবং অফিসারদের আকস্মিক তদারকির মাধ্যমে নজরদারি করা হয়।
advertisement
• লোকো পাইলটদের সতর্ক করার জন্য ফগ সিগন্যাল পোস্ট ও ডিটোনেটর স্থাপন করা হয়েছে।
• কুয়াশার সময় নির্ধারিত গতিসীমা মেনে চলা হবে।
এই প্রসঙ্গে শিয়ালদহের বিভাগীয় রেল ব্যবস্থাপক রাজীব সাক্সেনা বলেন— নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, বিশেষ করে আমরা যখন ঘন কুয়াশা ও শীতের সময়ে প্রবেশ করছি। এই সেমিনারটি ছিল আমাদের অপারেশনাল প্রক্রিয়াগুলির সক্রিয় পর্যালোচনা ও সেগুলিকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। আমি উপস্থিত সকল কর্মীদের নিষ্ঠা ও সতর্কতার প্রশংসা করি—তাদের সচেতনতা ও নিয়ম মেনে চলাই যাত্রী ও পণ্যবাহী ট্রেনের নিরাপদ চলাচল নিশ্চিত করবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 05, 2025 10:29 AM IST

