Indian Railways: লক্ষ লক্ষ যাত্রীর জন্য বিরাট সুখবর! এবার কলকাতা থেকে এক ট্রেনেই আইজল! কবে কবে ছাড়বে ট্রেন?
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Indian Railways: কলকাতা থেকে এবার এক ট্রেনেই আইজল। চলতি সপ্তাহেই সাইরাং অবধি রেল চলাচলের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৩ তারিখ তার রেল প্রকল্প উদ্বোধন করার কথা। ভৈরবী থেকে সাইরাং অবধি ছুটবে এবার যাত্রীবাহী ট্রেন। কবে কবে ছাড়বে ট্রেন? কোন কোন স্টেশনে দাঁড়াবে ট্রেন?
কলকাতা: কলকাতা থেকে এবার এক ট্রেনেই আইজল। চলতি সপ্তাহেই সাইরাং অবধি রেল চলাচলের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৩ তারিখ তার রেল প্রকল্প উদ্বোধন করার কথা। ভৈরবী থেকে সাইরাং অবধি ছুটবে এবার যাত্রীবাহী ট্রেন। আট থেকে নয় ঘণ্টার রাস্তা এবার মাত্র দেড় ঘণ্টাতেই যাতায়াত সম্ভব হবে৷ এরই মধ্যে কলকাতা থেকে সাইরাং এবার সরাসরি ট্রেন চালু হতে চলেছে। ভারতীয় রেল সূত্রে খবর ১৩১২৫/১৩১২৬ কলকাতা-সাইরাং-কলকাতা এক্সপ্রেস চলবে সপ্তাহে তিন দিন করে উভয় প্রান্ত থেকে। ১৮ ঘণ্টায় এই ট্রেন যাত্রা সম্পূর্ণ করবে।
এই ট্রেন কলকাতা স্টেশন থেকে ছাড়বে শনিবার, মঙ্গলবার ও বুধবার। সাইরাং থেকে এই ট্রেন ছাড়বে সোমবার, বৃহস্পতিবার ও শুক্রবার।নবনির্মিত নসিপুর রেল ব্রিজ দিয়ে যাবে এই ট্রেন। ট্রেন থামবে নৈহাটি, কৃষ্ণনগর সিটি, বহরমপুর কোর্ট, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফারাক্কা, মালদা টাউন, কিষাণগঞ্জ, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, তুফানগঞ্জ, গোলকগঞ্জ, গৌরিপুর, বিলাসিপাড়া, অভয়াপুরী, গোয়ালপাড়া টাউন, কামাক্ষ্যা, গুয়াহাটি, হোজাই, নিউ হাফলং, বদরপুর, হাইলাকান্দি, ভৈরবী।
advertisement

advertisement
আরও পড়ুন-সেপ্টেম্বরেই ‘মালামাল’…! মা দুর্গার সবচেয়ে প্রিয় এই ৪ রাশি, দু-হাত ভরিয়ে দেবেন অঢেল অর্থ-যশ-সম্পত্তি, মহালক্ষ্মী রাজযোগে ভাসবেন টাকার সমুদ্রে
ক্যাটারিং সার্ভিস দেওয়া হবে অর্থাৎ খাবার নেওয়া হবে মালদা টাউন, নিউ জলপাইগুড়ি ও গুয়াহাটি থেকে। ট্রেনে জল ভরা হবে মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, গুয়াহাটি ও বদরপুরে। ২২ কোচের এই ট্রেন চলাচল শুরু হয়ে যেতে পারে দুর্গাপুজোর আগেই। যাত্রী নিরাপত্তার কথা ভেবে এল এইচ বি কোচ চালানো হবে।
advertisement
আরও পড়ুন-সেপ্টেম্বরেই লাগবে ‘লটারি’…! পুজোর আগেই ‘মালামাল’ ৩ রাশি, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, খুলে যাবে ভাগ্যের দরজা
আগামী ১৩ সেপ্টেম্বর এই রেল পথের যাত্রীবাহী পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গম পাহাড়ি এলাকায় এই রেল পরিকাঠামো প্রস্তুত করা হয়েছে। একাধিক সেতু ও সুড়ঙ্গর মধ্যে দিয়ে ছুটবে যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন।এই রেল পথের গুরুত্ব শুধু যাত্রী পরিবহণ করে নয়। প্রতিরক্ষা ক্ষেত্রেও এই রেল পথের অসীম গুরুত্ব আছে। সব মিলিয়ে ভারতীয় রেল নেটওয়ার্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভৈরবী-সাইরাং রেল প্রকল্প।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 09, 2025 10:53 AM IST