Indian Railways: ভারতীয় রেলের মহৎ উদ্যোগ! আহত-অসুস্থ ব্যক্তিদের 'মিশন সেবা'! দায়িত্বে RPF! প্রতিটি মানুষের জানা দরকার
- Published by:Raima Chakraborty
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Indian Railways: মিশনটি দুর্দশাগ্রস্ত যাত্রীদের, বিশেষ করে যাঁরা অসুস্থ, আহত বা জরুরি চিকিৎসার প্রয়োজন তাঁদের সময়মতো সহায়তা প্রদানের কাজ করে।
কলকাতা: পূর্ব রেলওয়ে ‘মিশন সেবা’-এর আওতায় রেলওয়ে সুরক্ষা বাহিনীর (RPF) মানবিক প্রচেষ্টার মাধ্যমে যাত্রীদের নিরাপত্তা, যত্ন এবং কল্যাণের প্রতি তাঁর প্রতিশ্রুতি বজায় রেখেছে। এই মিশনটি দুর্দশাগ্রস্ত যাত্রীদের, বিশেষ করে যারা অসুস্থ, আহত বা জরুরি চিকিৎসার প্রয়োজন তাঁদের সময়মতো সহায়তা প্রদানের কাজ করে।
হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনের RPF কর্মীরা ভ্রমণের সময় অসুস্থ, আহত বা গুরুতর অস্বস্তিতে ভুগছিলেন এমন তিন মহিলা যাত্রীকে উদ্ধার করে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেন। ব্যান্ডেল রেলওয়ে স্টেশনে, অসুস্থ অবস্থায় থাকা একজন মহিলা যাত্রীকে একটি ট্রেন থেকে উদ্ধার করা হয় এবং তাৎক্ষণিকভাবে নিকটস্থ সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
আরও পড়ুন: ইন্ডিগোর যাত্রীদের দুর্ভোগ চরমে! টানা চতুর্থ দিনেও কলকাতা বিমানবন্দর থেকে একের পর এক বিমান বাতিল
বালিগঞ্জ-পার্ক সার্কাস রেলওয়ে স্টেশনের মধ্যে আহত অবস্থায় আরও একজন মহিলা যাত্রীকে পাওয়া যায়। RPF কর্মকর্তারা দ্রুত প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য পদক্ষেপ নেন এবং তাঁকে একটি সরকারি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। সাহেবগঞ্জ রেলওয়ে স্টেশনে, ট্রেনের ভেতরে প্রসববেদনা অনুভব করা এক মহিলা যাত্রীকে আরপিএফ কর্মীরা তাৎক্ষণিকভাবে সহায়তা করেন। তাঁরা তাঁকে নিরাপদ চিকিৎসার জন্য নিকটতম হাসপাতালে তাৎক্ষণিকভাবে স্থানান্তর নিশ্চিত করেন।
advertisement
advertisement
আরপিএফ দলের সমন্বিত এবং সময়োপযোগী প্রতিক্রিয়া নিশ্চিত করে যে তিনজন মহিলাই বিলম্ব ছাড়াই প্রয়োজনীয় চিকিৎসা সেবা পেয়েছেন। ‘মিশন সেবা’ হল রেল সুরক্ষা বাহিনী (RPF) দ্বারা পরিচালিত একটি মানবিক উদ্যোগ, যার মাধ্যমে রেল যাত্রীদের, বিশেষ করে অসুস্থ বা দুর্বল যাত্রীদের, চিকিৎসা সহায়তা, উদ্ধার এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। এটি রেল যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষাকে নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনে মানবিক সাহায্যও প্রদান করে।
advertisement
আরও পড়ুন: দমদম জংশনে লাইনের কাজের জের, একাধিক ট্রেন বাতিল-সময়সূচি বদল! তালিকায় কোন কোন ট্রেন? বড় আপডেট জানুন
লক্ষ্য: যাত্রীদের, বিশেষ করে যারা অসুস্থ, বয়স্ক, বা বিপদে আছেন, তাদের সহায়তা করা।কার্যক্রম:অসুস্থ যাত্রীদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা।বিপদের মুখে থাকা যাত্রীদের উদ্ধার করা, যেমন – অসুস্থ বা আহত যাত্রীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া।রেল স্টেশন এবং ট্রেনের মধ্যে হারিয়ে যাওয়া বা ফেলে আসা জিনিসপত্র উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া। উদাহরণ: হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের RPF কর্মীরা এই মিশনের অধীনে একাধিক যাত্রীকে তাদের প্রয়োজনে সাহায্য করেছেন, যার মধ্যে অসুস্থ যাত্রীদের চিকিৎসা সহায়তা এবং আহত যাত্রীদের উদ্ধার করা অন্তর্ভুক্ত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 05, 2025 1:18 PM IST

