Indian Railways: শিয়ালদহ পাচ্ছে ২৭ কোটি, বর্ধমান ৬৪ কোটি! অমৃত স্টেশন প্রকল্পে পুরো বদলে যাবে বাংলার বহু স্টেশন
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Indian Railways: শিয়ালদহের জন্য ২৭, বর্ধমান ৬৪ কোটি পাচ্ছে অমৃত ভারত প্রকল্পে।
কলকাতা: নয়া লুকের জন্য অমৃত স্টেশন প্রকল্পের আওতায় শিয়ালদহ পেল মাত্র ২৭ কোটি টাকা। অন্যদিকে আসানসোল পাচ্ছে ৪৩১ কোটি টাকা। বর্ধমানের জন্য বরাদ্দ করা হয়েছে ৬৪ কোটি টাকা। সার্বিকভাবে ২৮টি স্টেশনের জন্য মোট ১,১৮৭ কোটি টাকা খরচ পড়বে। ভারতীয় রেলের তথ্য অনুযায়ী, শিয়ালদহ স্টেশনকে ঢেলে সাজানোর জন্য ২৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আসানসোলের জন্য বরাদ্দ করা হয়েছে ৪৩১ কোটি টাকা। আসানসোলের ভাগ্যে ৬৪.২ কোটি টাকা জুটেছে। মালদহ টাউন পাচ্ছে ৪৩ কোটি টাকা।
অমৃতের ছোঁয়া পাচ্ছে শিয়ালদহ স্টেশন। ১৬১ বছরের পুরানো স্টেশনের মেকওভার হবে। কেন্দ্রের অমৃতভারত প্রকল্পে স্থান পেতে চলেছে শিয়ালদহ স্টেশন। যা আবার রেল ও মেট্রো স্টেশন উভয়েই। রবিবার সকাল ১১’টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর সূচনা করতে চলেছেন। রাজ্যের প্রায় চল্লিশের বেশি স্টেশনে অমৃতের ছোঁয়া লাগছে। শিয়ালদহ স্টেশন পরিদর্শন করেছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এপি দ্বিবেদী।
advertisement
advertisement
তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইচ্ছা অনুযায়ী পূর্ব রেলের ২৮টি স্টেশনকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। আধুনিক ব্যবস্থা রাখা হচ্ছে স্টেশনগুলিতে।” রেলের ‘অমৃত ভারত’ প্রকল্পের কল্যাণে অমৃতের ছোঁয়া পাবে শিয়ালদহও। স্টেশনের প্রবেশপথ, প্ল্যাটফর্ম থেকে শৌচাগার কিংবা বিশ্রামকক্ষ সব কিছুতেই বদলের ছোঁয়া লাগবে। এই কাজের জন্য মোট বরাদ্দ ২৭ কোটি টাকা। শিয়ালদহ স্টেশনে ভিড়ের কারণে ব্যস্ত সময়ে নানা রকম সমস্যা তৈরি হয় বলে যাত্রীদের অনেক দিনের অভিযোগ। সেই সমস্যারও পাকাপাকি সমাধান চায় রেল। শিয়ালদহের ভিড়কে সামাল দিতে প্রয়োজনে সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ডকে সরানো যায় কি না, তা-ও বিবেচনা করে দেখছে রেল।
advertisement
প্রতি ঘণ্টায় অতিরিক্ত ৫০ হাজার যাত্রীর চাপ নিতে হতে পারে ১৬১ বছর বয়সের শিয়ালদহ স্টেশনকে। সেটা মাথায় রেখেই দ্রুত শিয়ালদহ স্টেশন চত্বরের পরিকাঠামো ঢেলে সাজাতে চায় রেল। মেট্রোর হাত ধরে এমনিতেই শিয়ালদহ স্টেশনের লুক বদল হয়েছে। এবার পুরো স্টেশনকেই বদলে ফেলা হবে। রেলের আধিকারিকরা জানিয়েছেন শিয়ালদহ স্টেশন হবে বিমানবন্দরের মতই।এছাড়া শেওড়াফুলি, রামপুরহাট, বেথুয়াডহরি, জলপাইগুড়ি, ব্যারাকপুর, কৃষ্ণনগরের মতো স্টেশনের আওতায় আসছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 06, 2023 8:54 AM IST