Indian Railways: বড় খবর! শিয়ালদহ থেকে চালু হচ্ছে নতুন ছটি ট্রেন! রইল তালিকা
- Published by:Salmali Das
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Indian Railways: রানাঘাট - বনগাঁ - শিয়ালদহ এবং শিয়ালদহ - কৃষ্ণনগর সেকশনে ০৪টি এসি ইএমইউ লোকাল (উভয় ট্রেনই রবিবার ছাড়া প্রতিদিন চলবে), বারাসত - হাসনাবাদ সেকশনে ০২টি ইএমইউ লোকাল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ০৫.০৯.২০২৫ থেকে কার্যকর হবে (প্রতিদিন চলবে)।
ক্রমবর্ধমান যাত্রী সংখ্যার পরিপ্রেক্ষিতে, পূর্ব রেলওয়ের শিয়ালদহ বিভাগ আরও কয়েকটি ইএমইউ পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই অতিরিক্ত পরিষেবাগুলি বিদ্যমান ট্রেনগুলিতে যানজট কমাতে, যাত্রীদের সুবিধা উন্নত করতে এবং পিক-আওয়ার ভ্রমণের চাহিদা আরও ভালভাবে পূরণ করতে সহায়তা করবে। এই পদক্ষেপের লক্ষ্য হল শেষ মাইল সংযোগ জোরদার করা, টেকসই পরিবহন প্রচার করা এবং অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করা। সেই অনুযায়ী, রানাঘাট – বনগাঁ – শিয়ালদহ এবং শিয়ালদহ – কৃষ্ণনগর সেকশনে ০৪টি এসি ইএমইউ লোকাল (উভয় ট্রেনই রবিবার ছাড়া প্রতিদিন চলবে), বারাসত – হাসনাবাদ সেকশনে ০২টি ইএমইউ লোকাল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ০৫.০৯.২০২৫ থেকে কার্যকর হবে (প্রতিদিন চলবে)।
আরও পড়ুনঃ ২৬ লক্ষ টাকা বেতন! তবুও সংসারের খরচ সামলাতে সামলাতে ‘ক্লান্ত’ স্বামী; কোনও কাজ করেন না স্ত্রী
৩৩৭৬২ রানাঘাট – বনগাঁ – শিয়ালদহ এসি ইএমইউ লোকাল রানাঘাট থেকে সকাল ৭:১১ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছাবে ০৯:৩৭ মিনিটে এবং ৩৩৭৬১ শিয়ালদহ – বনগাঁ – রানাঘাট এসি ইএমইউ লোকাল শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬:১৪ মিনিটে ছেড়ে ২০:৪১ মিনিটে রানাঘাট পৌঁছাবে। ৩১৮৪৫ শিয়ালদহ – কৃষ্ণনগর এসি ইএমইউ লোকাল শিয়ালদহ থেকে রাত ৯:৪৮ মিনিটে ছেড়ে কৃষ্ণনগর পৌঁছাবে ১২:০৭ মিনিটে এবং ৩১৮৪৬ কৃষ্ণনগর – শিয়ালদহ এসি ইএমইউ লোকাল কৃষ্ণনগর থেকে দুপুর ১:৩০ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছাবে ১৫:৪০ মিনিটে। ৩৩৩৩১ বারাসাত – হাসনাবাদ ইএমইউ লোকাল বারাসাত থেকে দুপুর ১২:১৫ মিনিটে ছেড়ে হাসনাবাদ পৌঁছাবে ১৩:৩৮ মিনিটে। এবং ৩৩৩২৬ হাসনাবাদ – বারাসাত ইএমইউ লোকাল হাসনাবাদ থেকে দুপুর ২টা ৩৩ মিনিটে ছেড়ে বারাসাত পৌঁছাবে।
advertisement
advertisement
তাছাড়া, ৫.০৯.২০২৫ থেকে কার্যকর কিছু বিদ্যমান ইএমইউ পরিষেবার সময় পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে:
• ৩৩৮০২ বনগাঁ – শিয়ালদহ লোকাল বনগাঁ থেকে সকাল ৭:১৫ মিনিটের পরিবর্তে সকাল ৭:০৫ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছাবে রাত ৯:১৫ মিনিটের পরিবর্তে রাত ৯:১০ মিনিটে।
• ৩৩৩৬৮ বনগাঁ – দমদম ক্যান্টনমেন্ট লোকাল বনগাঁ থেকে সকাল ৭:৪১ মিনিটের পরিবর্তে সকাল ৭:১৫ মিনিটে ছেড়ে দমদম ক্যান্টনমেন্টে পৌঁছাবে রাত ৯:১৬ মিনিটের পরিবর্তে রাত ৮:৫৪ মিনিটে।
advertisement
• ৩৩৩৬৯ বারাসাত – বনগাঁ লোকাল বারাসাত থেকে সকাল ৫:৫৫ মিনিটে ছেড়ে যাবে। ০৬:২০ টার পরিবর্তে বনগাঁ ০৭:০৫ টার পরিবর্তে ০৭:৩০ টার পরিবর্তে পৌঁছাবে।
• ৩৩৪২২ মধ্যমগ্রাম – শিয়ালদহ লোকাল মধ্যমগ্রাম থেকে ০৮:৩৭ টার পরিবর্তে ০৮:৫২ টার পরিবর্তে ০৯:২০ টার সময়ে শিয়ালদহ পৌঁছাবে। ০৯:৩৫ টার পরিবর্তে।
• ৩৩৪০১ শিয়ালদহ – বারাসাত লোকাল শিয়ালদহ থেকে ১৮:১৪ টার পরিবর্তে ১৮:৩০ টার সময়ে ছেড়ে ১৮:৫৮ টার পরিবর্তে ১৯:১৪ টার সময়ে বারাসাত পৌঁছাবে।
advertisement
• ৩০৩৩১ মাঝেরহাট – হাবড়া লোকাল মাঝেরহাট থেকে ১৭:৪৮ টার পরিবর্তে ১৭:৩৫ টার সময়ে ছেড়ে হাবড়া পৌঁছাবে। ১৯:৩২ টার পরিবর্তে।
• ৩৩৮৯১ দমদম ক্যান্টনমেন্ট – বনগাঁ লোকাল দমদম ক্যান্টনমেন্ট থেকে ১৮:২৬ টার পরিবর্তে ১৮:৩৭ টায় ছেড়ে ২০:০৮ টার পরিবর্তে ২০:১৯ টায় বনগাঁ পৌঁছাবে।
• ৩৩৩৭০ বনগাঁ – বারাসাত লোকাল বনগাঁ থেকে ২০:২০ টার পরিবর্তে ২০:৩০ টায় ছেড়ে ২১:২৬ টার পরিবর্তে ২১:৪৫ টায় বারাসাত পৌঁছাবে।
advertisement
• ৩৩৮৫৪ বনগাঁ – শিয়ালদহ লোকাল বনগাঁ থেকে ২০:৪০ টার পরিবর্তে ২০:৪৫ টায় ছেড়ে ২২:৪৫ টায় শিয়ালদহ পৌঁছাবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 04, 2025 11:13 AM IST