Indian Railways: কলকাতা ও জসিডি স্টেশন থেকে ১০ অসহায় শিশুকে উদ্ধার করল RPF

Last Updated:

'অপারেশন নান্নে ফারিস্তে'র অধীনে ১০ অসহায় শিশুকে উদ্ধার করল পূর্ব রেলওয়ের আরপিএফ। দেশব্যাপী 'অপারেশন নান্নে ফারিস্তে'র উদ্যোগের অংশ হিসাবে, আরপিএফ বাহিনী রেলওয়ে স্টেশন এবং ট্রেন থেকে উদ্ধার করা শিশুদের সুরক্ষির রেখেছে, যাতে তারা সময়মতো যত্ন এবং সহায়তা পায়

Representative Image
Representative Image
কলকাতা: ‘অপারেশন নান্নে ফারিস্তে’র অধীনে ১০ অসহায় শিশুকে উদ্ধার করল পূর্ব রেলওয়ের আরপিএফ। দেশব্যাপী ‘অপারেশন নান্নে ফারিস্তে’র উদ্যোগের অংশ হিসাবে, আরপিএফ বাহিনী রেলওয়ে স্টেশন এবং ট্রেন থেকে উদ্ধার করা শিশুদের সুরক্ষির রেখেছে, যাতে তারা সময়মতো যত্ন এবং সহায়তা পায়।
চলতি সপ্তাহের শুরুতেই, শিয়ালদহ এবং আসানসোল ডিভিশনের আরপিএফ কর্মকর্তারা কলকাতা এবং জসিডি রেলওয়ে স্টেশনের ট্রেন এবং স্টেশন প্রাঙ্গণ থেকে ১০ নাবালককে সফলভাবে উদ্ধার করেছেন। উদ্ধার করা সব শিশুকে কাউন্সেলিং এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট চাইল্ড হেল্প লাইনে হস্তান্তর করা হয়েছে। এদের মধ্যে কলকাতা রেলওয়ে স্টেশনে এক নাবালককে লক্ষ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। বাকি ৯ জনকে আটক করা হয় জসিডি স্টেশন থেকে। জানা যায়, তারা কাজের সন্ধানে পুণে যাচ্ছিল।
advertisement
‘অপারেশন নান্নে ফারিস্তে’ হল রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF)-র একটি অভিযান যার উদ্দেশ্য ভারতীয় রেলওয়ের স্টেশন ও ট্রেন থেকে বিপদে পড়া শিশুদের উদ্ধার করা, তাদের যত্ন নেওয়া এবং তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া। এই অপারেশনের অধীনে, RPF নিখোঁজ, পলাতক, এবং পাচার হওয়া শিশুদের উদ্ধার করে এবং তাদের যথাযথ কর্তৃপক্ষের হাতে তুলে দেয়। এই অপারেশনের মূল লক্ষ্য হল বিভিন্ন স্টেশন এবং ট্রেনে থাকা বিপন্ন শিশুদের সুরক্ষা নিশ্চিত করা, যেমন হারিয়ে যাওয়া বা পাচার হওয়া শিশু। গত সাত বছরে আরপিএফ ৮৪,১১৯ জনেরও বেশি শিশু উদ্ধার করেছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railways: কলকাতা ও জসিডি স্টেশন থেকে ১০ অসহায় শিশুকে উদ্ধার করল RPF
Next Article
advertisement
India vs Bangladesh: ২২ বছর পর ফুটবলে বাংলাদেশের কাছে ‘লজ্জার’ হার ভারতের, উচ্ছ্বসিত লিটন দাস কী পোস্ট করলেন, দেখুন
২২ বছর পর ফুটবলে বাংলাদেশের কাছে হার ভারতের, উচ্ছ্বসিত লিটন দাস কী পোস্ট করলেন, দেখুন
  • ছন্নছাড়া ফুটবল, স্ট্রাইকারদের ব্যর্থতা

  • ২২ বছর পর বাংলাদেশের কাছে লজ্জার হার ভারতের

  • ১-০ গোলে হার ভারতের

VIEW MORE
advertisement
advertisement