Dakhsineswar Rail Station: পুণ্যার্থীদের কথা ভেবে দক্ষিণেশ্বরে বড়সড় উন্নয়ন, স্টেশন নিয়ে যা পদক্ষেপ করল রেল

Last Updated:

প্রকল্পের অন্তর্ভুক্ত ছিল নেট ব্যারিয়ার, লেখালেখি এবং রঙের কাজ, যাতে প্রতিটি অংশে স্পষ্ট সীমারেখা ও সামঞ্জস্যপূর্ণ চেহারা বজায় থাকে।

News18
News18
কলকাতা: ঝাঁ চকচকে মেট্রো স্টেশন আগেই তৈরি হয়েছিল৷ এবার পুণ্যার্থীদের কথা মাথায় রেখে দক্ষিণেশ্বর রেল স্টেশনকেও ঢেলে সাজাল ভারতীয় রেলের শিয়ালদহ ডিভিশন৷ যাত্রী সেবার মানোন্নয়ন ও তীর্থযাত্রীদের নিরাপত্তায় নতুন পদক্ষেপ করা হল। দক্ষিণেশ্বর কালীমন্দিরে যাওয়ার জন্য পূর্ব রেলের দক্ষিণেশ্বর স্টেশন হল ভক্তদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন। সেই কারণে যাত্রীদের নিরাপত্তা, পরিকাঠামো উন্নয়ন এবং স্টেশন প্রাঙ্গণের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এই পদক্ষেপগুলি গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে। ঠিক কী কী পরিবর্তন আনা হয়েছে দক্ষিণেশ্বর স্টেশনে৷
এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল র‍্যাম্পের উভয় পাশে নতুন নেট ব্যারিয়ার বেড়া নির্মাণ। মোট ১৩০০.০০ বর্গমিটার এলাকা জুড়ে এই বেড়া নির্মিত হয়েছে, যা বিশেষ করে ছোট যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং র‍্যাম্পে আবর্জনা ফেলার প্রবণতা হ্রাস করবে।
advertisement
advertisement
নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি স্টেশনের সামগ্রিক চেহারায় রূপান্তর ঘটানো হয়েছে। এর মধ্যে রয়েছে র‍্যাম্পের প্রাচীর মেরামতি এবং প্ল্যাটফর্মের গ্রিল ও বেড়ার নতুন রঙে রাঙানো—প্ল্যাটফর্ম নম্বর ১ ও ২-এ মোট ৯০০.০০ বর্গমিটার গ্রিল রঙ করা হয়েছে। এছাড়া স্টেশনের সীমান্ত প্রাচীরসমূহেরও প্রয়োজনীয় মেরামত ও রঙ করা হয়েছে, যা একটি পরিচ্ছন্ন এবং আকর্ষণীয় পরিবেশ গড়ে তুলেছে।
advertisement
প্রকল্পের অন্তর্ভুক্ত ছিল নেট ব্যারিয়ার, লেখালেখি এবং রঙের কাজ, যাতে প্রতিটি অংশে স্পষ্ট সীমারেখা ও সামঞ্জস্যপূর্ণ চেহারা বজায় থাকে।
এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার (কর্ড) শ্রী সচিন সুমন এবং সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার (১) শ্রী অভয় কুমার-এর সক্রিয় নেতৃত্বে এবং শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী রাজীব সাক্সেনার দূরদর্শী নির্দেশনায়।
advertisement
‘‘আমরা আমাদের যাত্রীদের জন্য একটি নিরাপদ, পরিষ্কার এবং মনোরম পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। শিয়ালদহ ডিভিশন যাত্রীদের আরাম ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চলেছে এবং ভবিষ্যতেও রেল সেবার মানোন্নয়নের জন্য নানা উদ্যোগ গ্রহণ করে যাবে। রেল প্রাঙ্গণকে পরিষ্কার রাখার জন্য সকল যাত্রীকে রেল কর্মীদের সহায়তা করার আন্তরিক অনুরোধ জানানো হচ্ছে।’’ বলে জানিয়েছেন রাজীব সাক্সেনা, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার / শিয়ালদহ।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dakhsineswar Rail Station: পুণ্যার্থীদের কথা ভেবে দক্ষিণেশ্বরে বড়সড় উন্নয়ন, স্টেশন নিয়ে যা পদক্ষেপ করল রেল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement