Kolkata Police: কেন্দ্রের স্বীকৃতি পেলেন রাজ্যের আট পুলিশ অফিসার, স্বীকৃতি স্বরাষ্ট্রমন্ত্রকের
- Published by:Uddalak B
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Kolkata Police: এর আগেও রাজ্য একাধিক বিভাগে কেন্দ্রের থেকে স্বীকৃতি পেয়েছে। বিভিন্ন সামাজিক প্রকল্পে ও স্বীকৃতি পেয়েছে কেন্দ্রের থেকে।
কলকাতা: কেন্দ্রের স্বীকৃতি পেলেন রাজ্যের আট পুলিশ অফিসার। তদন্তে সাফল্যের জন্য রাজ্যের আট পুলিশ অফিসারকে পুরস্কৃত করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। “ইউনিয়ন হোম মিনিস্টার ফর মেডেলস ইন এক্সিলেন্স ইন ইনভেস্টিগেশন” এই ক্যাটাগরিতে রাজ্যের আট জন পুলিশ অফিসার পুরস্কৃত হচ্ছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হল, রাজ্যের মুখ্য সচিবকে। গোটা দেশ জুড়ে ১৪০ জন কে এই স্বীকৃতি দেওয়া হবে।তার মধ্য রাজ্যের ৮ জন পুলিশ অফিসার কে এই স্বীকৃতি দেওয়া হল।
advertisement
এর আগেও রাজ্য একাধিক বিভাগে কেন্দ্রের থেকে স্বীকৃতি পেয়েছে। বিভিন্ন সামাজিক প্রকল্পে ও স্বীকৃতি পেয়েছে কেন্দ্রের থেকে। এই আটজন পুলিশ কর্মীর মধ্য থেকে চারজন কলকাতা পুলিশের এবং বাকি চারজন রাজ্য পুলিশের।
advertisement
একদিকে যখন কেন্দ্র স্বীকৃতি দিচ্ছে রাজ্যকে তখন আর্থিক বঞ্চনা নিয়েও বারবার সরব হতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কে। ১০০ দিনের গ্রামীন প্রকল্প প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্প নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 12, 2023 5:30 PM IST