স্বাগত ২০২৩, বিপুল উৎসাহে নতুন বছরকে স্বাগত জানাল দেশ

Last Updated:

একেই উইক-এন্ড, তার উপর বর্ষশেষের আনন্দ, সব মিলিয়ে কলকাতার দর্শনীয় স্থানগুলিতে মানুষের ঢল নমেছে শনিবার সকাল থেকেই৷

#নয়াদিল্লি: বিপুল উৎসাহে নতুন বছরকে স্বাগত জানাল ভারতও৷ ৩১ ডিসেম্বরের গণ্ডি পেরিয়ে এসে পড়েছে আরও একটা নতুন বছর৷ আর আগত সেই বছরটিকে নতুন করে আলিঙ্গনে আবদ্ধ করলেন ভারতবাসী৷ সেই সঙ্গে আমরাও স্বাগত জানালাম নতুন বছরে৷ সকলের সঙ্গে গলা মিলিয়ে বললাম, স্বাগত ২০২৩, স্বাগত নতুন বছর৷ নিউজ ১৮ বাংলা ডটকমের দর্শক ও পাঠকদের নতুন বছরের শুভেচ্ছা৷
৩১ ডিসেম্বরে নববর্ষের প্রাক-মুহূর্ত নিয়ে সারা দিন জুড়েই ছিল উন্মাদনা তুঙ্গে৷ নতুন বছর উপলক্ষে সেজে উঠেছিল দেশ৷ দেশের প্রধান-প্রধান শহরগুলি যেমন কলকাতা, মুম্বই, দিল্লি ও চেন্নাই, এবং বেঙ্গালুুর, পুণে-সহ অন্যান্য জনাকীর্ণ শহরেও মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো৷ দিল্লিতে বছরের শেষ দিনে সারাদিন পানশালা, রেস্তোরাঁ খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে৷
advertisement
advertisement
আরও পড়ুন: কাপড়ের ট্রাঙ্ক থেকে বেরল মহিলার পচাগলা দেহ, ঘনাচ্ছে রহস্য
বিস্তৃত আয়োজন করা হয়েছে তিলোত্তমা কলকাতাতেও৷ একেই উইক-এন্ড, তার উপর বর্ষশেষের আনন্দ, সব মিলিয়ে কলকাতার দর্শনীয় স্থানগুলিতে মানুষের ঢল নমেছে শনিবার সকাল থেকেই৷ ভিক্টোরিয়া, চিড়িয়াখানা-থেকে শুরু করে সর্বত্র মানুষের উপস্থিতি দেখা গিয়েছে চোখে পড়ার মতো৷ ভিড় চোখে পড়েছে পার্ক স্ট্রিটেও৷ কাতারে কাতারে মানুষে রাস্তায় নেমে পড়েছেন নতুন বছরকে স্বাগত জানানোর জন্য৷
advertisement
কোভিডের চোখ রাঙানি আছে, আছে বিশ্বজোড়া আর্থিক মন্দার ভ্রুকুটি, আছে পঞ্চায়েত নির্বাচনের মতো বড়সড় রাজনৈতিক ইভেন্ট৷ সব মিলিয়ে ঘটনাবহুল ২০২২-এর শেষে ঘটনাবহুল ’২৩-এর অপেক্ষা এখন৷ তবে তার আগে আরও একবার বছরের শেষ দিনটিতে ফেলে আসা সময়কে মাথায় করে আনন্দ একেবারে চেটেপুটে উপভোগ করতে পিছপা হল না বিশ্ব৷ আর সেই নতুন বছর আগমনের শুভ মুহূর্তে আমরাও আপনাদের বললাম, হ্যাপি নিউ ইয়ার৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
স্বাগত ২০২৩, বিপুল উৎসাহে নতুন বছরকে স্বাগত জানাল দেশ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement