স্বাগত ২০২৩, বিপুল উৎসাহে নতুন বছরকে স্বাগত জানাল দেশ

Last Updated:

একেই উইক-এন্ড, তার উপর বর্ষশেষের আনন্দ, সব মিলিয়ে কলকাতার দর্শনীয় স্থানগুলিতে মানুষের ঢল নমেছে শনিবার সকাল থেকেই৷

#নয়াদিল্লি: বিপুল উৎসাহে নতুন বছরকে স্বাগত জানাল ভারতও৷ ৩১ ডিসেম্বরের গণ্ডি পেরিয়ে এসে পড়েছে আরও একটা নতুন বছর৷ আর আগত সেই বছরটিকে নতুন করে আলিঙ্গনে আবদ্ধ করলেন ভারতবাসী৷ সেই সঙ্গে আমরাও স্বাগত জানালাম নতুন বছরে৷ সকলের সঙ্গে গলা মিলিয়ে বললাম, স্বাগত ২০২৩, স্বাগত নতুন বছর৷ নিউজ ১৮ বাংলা ডটকমের দর্শক ও পাঠকদের নতুন বছরের শুভেচ্ছা৷
৩১ ডিসেম্বরে নববর্ষের প্রাক-মুহূর্ত নিয়ে সারা দিন জুড়েই ছিল উন্মাদনা তুঙ্গে৷ নতুন বছর উপলক্ষে সেজে উঠেছিল দেশ৷ দেশের প্রধান-প্রধান শহরগুলি যেমন কলকাতা, মুম্বই, দিল্লি ও চেন্নাই, এবং বেঙ্গালুুর, পুণে-সহ অন্যান্য জনাকীর্ণ শহরেও মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো৷ দিল্লিতে বছরের শেষ দিনে সারাদিন পানশালা, রেস্তোরাঁ খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে৷
advertisement
advertisement
আরও পড়ুন: কাপড়ের ট্রাঙ্ক থেকে বেরল মহিলার পচাগলা দেহ, ঘনাচ্ছে রহস্য
বিস্তৃত আয়োজন করা হয়েছে তিলোত্তমা কলকাতাতেও৷ একেই উইক-এন্ড, তার উপর বর্ষশেষের আনন্দ, সব মিলিয়ে কলকাতার দর্শনীয় স্থানগুলিতে মানুষের ঢল নমেছে শনিবার সকাল থেকেই৷ ভিক্টোরিয়া, চিড়িয়াখানা-থেকে শুরু করে সর্বত্র মানুষের উপস্থিতি দেখা গিয়েছে চোখে পড়ার মতো৷ ভিড় চোখে পড়েছে পার্ক স্ট্রিটেও৷ কাতারে কাতারে মানুষে রাস্তায় নেমে পড়েছেন নতুন বছরকে স্বাগত জানানোর জন্য৷
advertisement
কোভিডের চোখ রাঙানি আছে, আছে বিশ্বজোড়া আর্থিক মন্দার ভ্রুকুটি, আছে পঞ্চায়েত নির্বাচনের মতো বড়সড় রাজনৈতিক ইভেন্ট৷ সব মিলিয়ে ঘটনাবহুল ২০২২-এর শেষে ঘটনাবহুল ’২৩-এর অপেক্ষা এখন৷ তবে তার আগে আরও একবার বছরের শেষ দিনটিতে ফেলে আসা সময়কে মাথায় করে আনন্দ একেবারে চেটেপুটে উপভোগ করতে পিছপা হল না বিশ্ব৷ আর সেই নতুন বছর আগমনের শুভ মুহূর্তে আমরাও আপনাদের বললাম, হ্যাপি নিউ ইয়ার৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
স্বাগত ২০২৩, বিপুল উৎসাহে নতুন বছরকে স্বাগত জানাল দেশ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement