Independent Candidates: বাম- বিজেপিকে টপকে দু' নম্বরে নির্দলরা, বিক্ষুব্ধদের নিয়ে কী অবস্থান নেবে তৃণমূল?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
নির্বাচনের আগে তৃণমূলের তরফে বার বারই নির্দল প্রার্থীদের (Independent candidates) মনোনয়ন প্রত্যাহার করে নিতে বলা হয়েছিল৷
#কলকাতা: বিজেপি, বামফ্রন্ট বা কংগ্রেস নয়৷ পুরভোটে (West Bengal Municipal Election Results 2022) তৃণমূলের পর সবথেকে বেশি আসনে জয়ী হলেন নির্দল (Independent Candidates) প্রার্থীরাই৷ বুধবার যে ১০৪টি পুরসভার ফল ঘোষণা হয়েছে (চারটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল), তার মধ্যে মোট ৮৯টি আসনে জয়ী হয়েছেন নির্দলরা৷ যাঁদের অধিকাংশই বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থী৷ দল টিকিট না দেওয়ায় নির্দল হিসেবেই এঁরা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন৷
নির্বাচন কমিশনের তথ্য বলছে, সবমিলিয়ে ১০৮টি পুরসভার ২২৭৬টি আসনে ভোট হওয়ার কথা ছিল৷ এর মধ্যে চারটি পুরসভার ১০৫টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় শাসক দল৷ একটি ওয়ার্ডে পুনর্নিবাচন হবে৷ ফলে সবমিলিয়ে ২১৭০টি ওয়ার্ডের ফলাফল এ দিন প্রকাশিত হয়েছে৷
advertisement
advertisement
নির্বাচন কমিশন থেকে পাওয়া সর্বশেষ ফলাফলে দেখা যাচ্ছে, ২১৭০টির মধ্যে ১৮৬২টি ওয়ার্ডেই জয়ী হয়েছে তৃণমূল৷ বিজেপি জিতেছে ৬৩টি ওয়ার্ডে৷ বামেরা জয়ী হয়েছে ৫৬টি আসনে৷ কংগ্রেসের প্রাপ্তি ৫৯টি আসন৷ বাম, বিজেপি, কংগ্রেস যেখানে সেঞ্চুরির থেকে অনেক দূরে থেমেছে, সেখানে নির্দলরা জয়ী হয়েছেন ৮৯টি আসনে৷ কমিশনের তথ্য অনুযায়ী, নির্দলদের প্রাপ্ত ভোটের সংখ্যা ৩ লক্ষ ৫১ হাজার ৯১৮৷
advertisement
নির্বাচনের আগে তৃণমূলের তরফে বার বারই নির্দল প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করে নিতে বলা হয়েছিল৷ এমনও হুঁশিয়ারি দেওয়া হয়, নির্দলরা প্রার্থীপদ প্রত্যাহার না করলে ভোটের পরে তাঁদের দলে ফেরানো হবে না৷ তা সে নির্দলরা জিতুন অথবা হারুন৷
advertisement
এ দিন অবশ্য ফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নির্দলদের বিষয়টি দলের রাজ্য কমিটি বিবেচনা করবে। একেই নির্দলদের প্রতি দল তৃণমূলের নমনীয় হওয়ার ইঙ্গিত বলে মনে করছে রাজনৈতিক মহল৷ তার অবশ্য যথেষ্ট কারণও রয়েছে৷
ভোটের ফল অনুযায়ী রাজ্যের চারটি পুরসভা ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে৷ এর মধ্যে চাঁপদানিতে দশটি আসনে জিতেছেন নির্দলরা৷ ঝালদা, এগরাতেও বোর্ড গঠনে নির্দলদের সাহায্য প্রয়োজন তৃণমূলের৷ মুর্শিদাবাদের বেলডাঙাতেও চারটি আসনে জিতেছেন নির্দলরা৷ এই পুরসভাটিও ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে৷
advertisement
এই পুরসভাগুিলতে বোর্ড গড়ার চাবিকাঠি নির্দলদের হাতেই রয়েছে৷ ফলে চাইলেও তাদের উপেক্ষা করা সম্ভব নয় শাসক দলের পক্ষে৷ শুধুমাত্র দার্জিলিং এবং নদিয়ার তাহেরপুর পুরসভাই তৃণমূলের কাছে অধরা থাকছে৷ কারণ এই দুই পুরসভা একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে দখল করেছে হামরো পার্টি এবং বামেরা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 02, 2022 11:23 PM IST