Corona in Eastern Railway: শুধু পূর্ব রেলেই ১২০০ কর্মী আক্রান্ত, লোকাল ও স্পেশ্যাল ট্রেনে বড় কোপ বাংলায়!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
শুধু শিয়ালদা ডিভিশনেই (Sealdha Division) কোভিড আক্রান্ত ৭৫০ রেলকর্মী। আর পূর্ব রেলে (Eastern Railway) সংখ্যাটা ১২০০ জনের বেশি। সেই সূত্রেই এবার শুধু শিয়ালদা সেকশনেই বাতিল করা হল ৫৪ জোড়া লোকাল ট্রেন।
#কলকাতা: গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাতেও করোনায় (Corona in West Bengal) আক্রান্ত ও মৃতের সংখ্যা লাগাম ছাড়াচ্ছে। আর তার থেকে রক্ষে পাচ্ছেন না রেলকর্মীরাও (Rail Workers)। ফলে বিপুল সংখ্যক রেলকর্মী করোনা আক্রান্ত হওয়ায় বড়সড় কোপ পড়তে চলেছে ট্রেন চলাচলেও। পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, শুধু শিয়ালদা ডিভিশনেই (Sealdha Division) কোভিড আক্রান্ত ৭৫০ রেলকর্মী। আর পূর্ব রেলে (Eastern Railway) সংখ্যাটা ১২০০ জনের বেশি। সেই সূত্রেই এবার শুধু শিয়ালদা সেকশনেই বাতিল করা হল ৫৪ জোড়া লোকাল ট্রেন।
আরও জানা গিয়েছে, শিয়ালদহ ডিভিশনে রেল কর্মীদের মধ্যে সম্প্রতি মৃত্যু হয়েছে ৮ জনের। হাওড়া ডিভিশনেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় কতদিন ঠিকঠাক পরিষেবা দেওয়া সম্ভব হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে রেলে। আজকের সিদ্ধান্তের আগেই শিয়ালদহ ডিভিশনে বাতিল লোকাল ট্রেনের সংখ্যা ছিল ১০৮ টি। পূর্ব রেল সূত্রে জানানো হচ্ছে, যাত্রীও ক্রমাগত কমছে। এই পরিস্থিতিতে ট্রেন চালানো কার্যত মুশকিল হয়ে পড়েছে। সেই সূত্রেই আরও ৫৪ জোড়া লোকাল ট্রেন কমানো হল।
advertisement
তবে, শুধু লোকাল ট্রেন নয়, করোনার কোপে পড়েছে স্পেশ্যাল ট্রেনও। ৪ মে থেকে বাতিল হচ্ছে বেশ কিছু স্পেশ্যাল ট্রেন। ওই ট্রেনগুলি হল, আপ এবং ডাউন হাওড়া-বোলপুর শান্তিনিকেতন, ভাগলপুর-মুজফ্ফরপুর, আসানসোল-দীঘা, আসানসোল-টাটানগর, শিয়ালদহ-আসানসোল, হাওড়া-সিউড়ি ও নবদ্বীপধাম-মালদা টাউন। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত বন্ধ থাকবে ওই ট্রেনগুলি। পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে, যাত্রী সংখ্যা কমে গিয়েছে, তার মধ্যে পরিচালনগত অসুবিধার কারণেই বাতিল করা হচ্ছে এই ট্রেনগুলি।
advertisement
advertisement
রেল সূত্রে জানা গিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে রেলের ৭০টি হাসপাতালও জায়গা হচ্ছে না আক্রান্ত রেলকর্মীদের। কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউও আছড়ে পড়েছে রেল পরিষেবাতে। গত বছর, প্রথম করোনা সংক্রমণের জেরে লকডাউনের পরও দীর্ঘ দিন বাতিল ছিল রেল পরিষেবা। স্পেশ্যাল ট্রেন চালু করা হলেও দীর্ঘ দিন যাত্রীদের জন্যে বন্ধ ছিল পরিষেবা। সেই পরিষেবা পুরোদমে চালু করা হলেও দ্বিতীয় ঢেউতে প্রবলভাবে ধাক্কা খেল ভারতীয় রেল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 01, 2021 2:21 PM IST









