President election 2022: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন মমতা, অভিষেক, বিধানসভায় ভোট পড়ল ২৯১ বিধায়কের
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
President election 2022: বিজেপির মোট ১৭ জন সাংসদের মধ্যে অর্জুন সিং বাদে সকলেই দিল্লিতে ভোট দিয়েছেন।
#কলকাতা: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ভোট দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে মোট বিধায়ক রয়েছেন ২৯১ জন, এর মধ্যে ২৯১ জন ভোট দিলেন। এর মধ্যে রফিকুল আলম হজ করতে গিয়েছেন, নৌশাদ সিদ্দিকি ভোট দেননি আর সাধন পাণ্ডের আসন খালি রয়েছে। এই তিন জন বাদে বিধায়করা সকলেই ভোট দিয়েছেন।
আরও পড়ুন - ভোট দিলেন মোদি, লম্বা লাইন বিধানসভাতেও! জোড়া নজির গড়ে রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায় দ্রৌপদী
আরও পড়ুন: বিজেপির হাত ধরে বাংলায় আগমন 'হোটেল সংস্কৃতি'? রাজনৈতিক মহলে জোর চর্চা
এ ছাড়া লোকসভায় পশ্চিমবঙ্গ থেকে জিতে যাওয়া বিজেপি সাংসদরা ভোট দিয়েছেন দিল্লিতে। মোট ১৭ জন সাংসদের মধ্যে অর্জুন সিং বাদে সকলেই দিল্লিতে ভোট দিয়েছেন। তৃণমূলের ২৩ জন সাংসদের মধ্যে দু’জন দিল্লিতে ভোট দিয়েছেন। দিল্লিতে ভোট দিয়েছেন, শত্রুঘ্ন সিনহা ও সিএম জাটুয়া। এ ছাড়া শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী দিল্লিতে ভোট দিয়েছেন। তৃণমূলের রাজ্যসভার সাংসদদের মধ্যে ১৩ জন ভোট দিয়েছেন এ রাজ্যেই। রাজ্যভার মোট ১৬ জনের মধ্যে বাকি তিন জন, অর্থাৎ বিকাশ ভট্টাচার্য, প্রদীপ ভট্টাচার্য, অভিষেক মনু সিংভি দিল্লিতে ভোট দিয়েছেন। এ ছাড়া অধীর চৌধুরী-সহ কংগ্রেসের দু’জন লোকসভার সদস্য দিল্লিতে ভোট দিয়েছেন।
advertisement
advertisement
আবীর ঘোষাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 18, 2022 5:37 PM IST