অটোর জুলুমবাজি রুখতে উল্টোডাঙায় পাঁচ মিনিট অন্তর মিলবে বাস

Last Updated:
#কলকাতা:  অটোর দাপট ছাঁটতে নয়া পদক্ষেপ নিল প্রশাসন। যাত্রীদের যাতে অটোর উপর নির্ভরতা কমাতে উল্টোডাঙায় অফিস-টাইমে পাঁচ মিনিট অন্তর এবং বাকি সময়ে ১০ মিনিট অন্তর বাস চালাবে সরকার। প্রশাসনের কর্তারা মনে করছেন, যাত্রীচাপ কমলে স্বাভাবিকভাবেই কমবে অটোর জুলুমবাজি।
উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ, সাঁপুরজি, ইকোস্পেসের মতো রুটগুলিতে এই পরিষেবা দেওয়া হবে। অফিসটাইমে পাঁচ মিনিট অন্তর। বেলা বাড়তেই তা একটু কমবে। চলবে ১০ মিনিট অন্তর। আর দুপুরে ১৫ মিনিট। পরিবহণ দফতরের কর্তারা জানান, উল্টোডাঙা থেকে ভোর ছ’টায় প্রথম বাস সল্টলেক যাবে। পরিষেবা চলবে সন্ধে সাত’টা পর্যন্ত। সেক্টর ফাইভ থেকে প্রথম বাস উল্টোডাঙার দিকে আসবে সকাল সাত’টায়। এই পরিষেবা থাকবে রাত ন’টা পর্যন্ত। দিনের শেষ এসি বাস সেক্টর ফাইভ থেকে আসবে সন্ধে সাড়ে সাত’টা নাগাদ।
advertisement
দফতর সূত্রে খবর, যাত্রীরা যাতে কোনওভাবে সমস্যায় না পড়েন, এই নয়া পরিষেবার কথা সমস্ত গুরুত্বপূর্ণ স্টপে লেখা থাকবে। কোন বাস কোন রুটে যাবে, কটা পর্যন্ত পাওয়া যাবে, তাও উল্লেখিত থাকবে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
অটোর জুলুমবাজি রুখতে উল্টোডাঙায় পাঁচ মিনিট অন্তর মিলবে বাস
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement