লকডাউনে মিষ্টি মুখ ! দোকান খুলতেই লাইন শুরু
- Published by:Piya Banerjee
Last Updated:
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা হল দোকান।
#কলকাতা: পরীক্ষা শেষ হলেই পছন্দের মিষ্টির আবদারের কথা হয়তো সবারই আছে। তবে ছোটবেলার আবদার যেভাবেই হোক তা ছিল অনেক প্রত্যাশিত। মঙ্গলবারও ঠিক একই ঘটনা ঘটলেও অভিজ্ঞতা ভিন্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা হল দোকান।
মিষ্টির দোকান খোলা দেখে এক গাল হাসি মিষ্টি প্রেমির। অনেকেই তো বলেই ফেললেন লকডাউনের মন খারাপের থেকে আরও মন ভারী করছিল বন্ধ মিষ্টির দোকান। মুখ্যমন্ত্রীর নির্দেশ শুনে ফুরফুরে মেজারে বাঙালি। মিষ্টি ব্যাবসায়ীদের তরফে দোকান খোলার সময় নিয়ে একটু মন খারাপ হলেও দোকান খোলা দেখে মুখে হাসি কলকাতাবাসীর। দোকান খোলা দেখে একের পর একজন, দুরত্ব বজায় রেখে সেই লাইন তৈরী হলেও কার্যত একটি লম্বা লাইন। অনেকে এতদিন মিষ্টি না পেয়ে অন্য খাদ্য সামগ্রীর মতই মিষ্টিও মজুত করল মঙ্গলবার। নবরাত্রিতে মিষ্টির অভাব ছিল এতদিন। মঙ্গলবার দোকান খোলায় সেই অভাবও মিটে গেল।
advertisement
SUSOBHAN BHATTACHARYA
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 01, 2020 12:30 AM IST