ডায়মন্ডহারবার থেকে কলকাতার বাজারে ইলিশ, চাহিদার তুলনায় জোগান এখনও অনেকটাই কম
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
একে লকডাউন, তার উপর খারাপ আবহাওয়া। দুইয়ের জেরে সমুদ্রে এবার কম নেমেছে ট্রলার। তাই কলকাতার বাজারে ইলিশের আমদানি এবার বেশ কম।
#কলকাতা: কলকাতার বাজারে এখনও বিরল ইলিশ। ৪০০-৫০০ গ্রাম ওজনের মাছ বিক্রি হচ্ছে ৬০০-৬৫০ টাকায়। খুচরো বাজারে দাম ৭০০ টাকা কিলো।
একে লকডাউন, তার উপর খারাপ আবহাওয়া। দুইয়ের জেরে সমুদ্রে এবার কম নেমেছে ট্রলার। তাই কলকাতার বাজারে ইলিশের আমদানি এবার বেশ কম। পাতিপুকুর বাজারে ইলিশ প্রায় অমিল। বৃহস্পতিবার ভোর রাতে ডায়মন্ড হারবার থেকে এসেছে ১০-১২ ক্রেট ইলিশ। ৪০০ -৫০০ গ্রাম ওজন মাছের দাম প্রতি কেজি ৬৫০ টাকা। বাজারে এক বিক্রেতার কথায়, ‘‘এবারে আমদানি কম। শুক্রবার থেকে এলেও আমরা ১০-১২ ক্রেটই তুলেছি। কেনার লোক তেমন নেই।’’
advertisement
ইলিশ হাতে নিয়েও দামের জেরে কিনছেন না অনেকেই। কোলে মার্কেটে বৃহস্পতিবার থেকেই ঢুকছে ইলিশ। পাতিপুকুরের থেকে দাম ৫০-৬০ টাকা কম হওয়ায় কিনছেনও ক্রেতারা। তবে পাইকারি বিক্রেতাদের একাংশের দাবি, লোকসান করেই মাছ বিক্রি করছেন তারা।
advertisement
বর্ষা আসতেই খুচরো বাজারে অনেকেই খুঁজছেন ইলিশ। তাঁদের জন্যই পাইকারি বাজার থেকে চড়া দামে ইলিশ কেনার সাহস দেখাচ্ছেন খুচরো বাজারের মাছ বিক্রেতারা। আড়তে মাছের আমদানি বাড়লে কিছুটা কমতে পারে ইলিশের দাম। আরও এক সপ্তাহ পর মাছের জোগান বাড়বে বলেই আশাবাদী মাছ বিক্রেতারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jun 19, 2020 8:24 AM IST







