বিমানে পাখির ধাক্কা লাগার ঘটনায় শীর্ষে কলকাতা বিমানবন্দর!
Last Updated:
জানা গিয়েছে, বিমানবন্দর লাগোয়া এলাকায় আবর্জনার স্তূপের জন্যই এ ধরনের দুর্ঘটনার সংখ্যা বেড়েছে ৷
#কলকাতা: বিমানে পাখির ধাক্কা লাগার ঘটনায় শীর্ষ স্থানে নাম লেখাল কলকাতা বিমানবন্দর ৷ গত ৬ মাসের রিপোর্টে দেখা গিয়েছে, কলকাতায় এ ধরনের ঘটনা ঘটেছে ২২টি ৷ এরপরেই নাম রয়েছে চেন্নাইয়ের ৷ তারপর রয়েছে দিল্লি ও চেন্নাই ৷ সম্প্রতি এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়াকে চিঠি দিয়ে এই সমীক্ষার কথা সামনে এনেছে মিনিস্ট্রি অব সিভিল অ্যাভিয়েশন ৷
জানা গিয়েছে, বিমানবন্দর লাগোয়া এলাকায় আবর্জনার স্তূপের জন্যই এ ধরনের দুর্ঘটনার সংখ্যা বেড়েছে ৷ এ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসবে বিমানবন্দর কর্তৃপক্ষ ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 26, 2018 9:46 PM IST