আজ চিকিৎসা ধর্মঘটে IMA, সারা দেশের স্বাস্থ্য পরিষেবা মুখ থুবড়ে পড়ার আশঙ্কা

Last Updated:

বুধবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে যাচ্ছেন দেশের সমস্ত চিকিৎসকরা ৷

#কলকাতা: আজ দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)। ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিল (NMC)-এর প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ৷ বুধবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে যাচ্ছেন দেশের সমস্ত চিকিৎসকরা ৷
তবে ধর্মঘটের আওতার বাইরে থাকছে জরুরি পরিষেবা ৷ এই আন্দোলনকে প্রত্যক্ষভাবে সমর্থন করলেও ধর্মঘটে নেই এ রাজ্যের চিকিৎসক সংগঠন ৷ চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, রোগীদের সমস্যার মুখে ঠেলে দিয়ে কোনও আন্দোলন করবেন না তাঁরা ৷ ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত এনআরএস কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছিলেন রাজ্যের ডাক্তাররা। সে সময় চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছিল রোগী ও তাঁদের বাড়ির পরিজনদের ৷ সে কারণেই এবার প্রতিবাদে সামিল হয়েও অন্য পথে হাঁটছেন রাজ্যের চিকিৎসকরা ৷
advertisement
কিন্তু কেন এই বিলের বিরোধীতা করছেন চিকিৎসকরা ? প্রথমত, এই বিল পাশ হলে ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অ্যাক্টটি বাতিল হয়ে যাবে, মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়ার পরিবর্তে গঠিত হবে ন্যাশনাল মেডিক্যাল কমিশন ৷ দ্বিতীয়ত, এই বিল পাশ হলে প্রস্তাবিত কমিশন সমস্ত মেডিক্যাল কলেজের অনুমোদন দেবে, MBBS পরীক্ষা পরিচালনা করবে ৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
আজ চিকিৎসা ধর্মঘটে IMA, সারা দেশের স্বাস্থ্য পরিষেবা মুখ থুবড়ে পড়ার আশঙ্কা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement