আজ চিকিৎসা ধর্মঘটে IMA, সারা দেশের স্বাস্থ্য পরিষেবা মুখ থুবড়ে পড়ার আশঙ্কা

Last Updated:

বুধবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে যাচ্ছেন দেশের সমস্ত চিকিৎসকরা ৷

#কলকাতা: আজ দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)। ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিল (NMC)-এর প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ৷ বুধবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে যাচ্ছেন দেশের সমস্ত চিকিৎসকরা ৷
তবে ধর্মঘটের আওতার বাইরে থাকছে জরুরি পরিষেবা ৷ এই আন্দোলনকে প্রত্যক্ষভাবে সমর্থন করলেও ধর্মঘটে নেই এ রাজ্যের চিকিৎসক সংগঠন ৷ চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, রোগীদের সমস্যার মুখে ঠেলে দিয়ে কোনও আন্দোলন করবেন না তাঁরা ৷ ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত এনআরএস কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছিলেন রাজ্যের ডাক্তাররা। সে সময় চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছিল রোগী ও তাঁদের বাড়ির পরিজনদের ৷ সে কারণেই এবার প্রতিবাদে সামিল হয়েও অন্য পথে হাঁটছেন রাজ্যের চিকিৎসকরা ৷
advertisement
কিন্তু কেন এই বিলের বিরোধীতা করছেন চিকিৎসকরা ? প্রথমত, এই বিল পাশ হলে ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অ্যাক্টটি বাতিল হয়ে যাবে, মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়ার পরিবর্তে গঠিত হবে ন্যাশনাল মেডিক্যাল কমিশন ৷ দ্বিতীয়ত, এই বিল পাশ হলে প্রস্তাবিত কমিশন সমস্ত মেডিক্যাল কলেজের অনুমোদন দেবে, MBBS পরীক্ষা পরিচালনা করবে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আজ চিকিৎসা ধর্মঘটে IMA, সারা দেশের স্বাস্থ্য পরিষেবা মুখ থুবড়ে পড়ার আশঙ্কা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement