Illegal Sand smuggling: 'বেআইনি বালি খাদান সম্পূর্ণ বন্ধ করুন'- প্রশাসনিক আধিকারিকদের স্পষ্ট বার্তা মনোজ পন্থের
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
বেআইনি বালি খাদান এবং জলা জমি ভরাটের বিরুদ্ধে ফের কড়া অবস্থান নিল নবান্ন । রাজ্যের বিভিন্ন জেলায় এখনও যেসব বেআইনিভাবে বালি তোলা ও জলা জমি ভরাটের ঘটনা ঘটছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্য সচিব।
বেআইনি বালি খাদান এবং জলা জমি ভরাটের বিরুদ্ধে ফের কড়া অবস্থান নিল নবান্ন । রাজ্যের বিভিন্ন জেলায় এখনও যেসব বেআইনিভাবে বালি তোলা ও জলা জমি ভরাটের ঘটনা ঘটছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্য সচিব। সম্প্রতি জেলাশাসক এবং ১২টি দফতরের সচিবদের নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি স্পষ্ট নির্দেশ দেন যে, এই ধরনের বেআইনি কার্যকলাপ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। এই মর্মে প্রশাসনকে কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে আরও জোর দিয়ে বলা হয় যে, জলা জমি বেআইনিভাবে ভরাট হওয়া রোধ করতে হবে। পরিবেশ সংরক্ষণ ও আইনি কাঠামোর মধ্যে থেকেই সমস্ত কাজ করার উপর জোর দিয়েছে নবান্ন। অন্যদিকে, গ্রীষ্মের দাবদাহে যাতে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পানীয় জলের কোনও রকম সমস্যা না হয়, সেদিকেও কড়া নজর দিতে বলেছে রাজ্য সরকার। শনিবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ বলেন, “অবৈধ বালি খাদান বন্ধ করতে হবে। পুরোপুরিভাবে বন্ধ করুন আপনারা।”
advertisement
জেলাশাসক-সহ রাজ্যের ১২ দফতরের সচিবদের বৈঠকে এমনই কড়া নির্দেশ দেন মুখ্য সচিব। জলা জমি ভরাট নিয়েও কড়া নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে। বেআইনিভাবে যে জলা জমিগুলি ভরাট হয়ে যাচ্ছে তা আটকাতে হবে। কড়া পদক্ষেপ করতে হবে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 19, 2025 9:08 PM IST










