Kolkata Hookah Bar Arrest: বেআইনি হুক্কা বারে অভিযান কলকাতা পুলিশের, জালে ৩!
- Published by:Raima Chakraborty
Last Updated:
ঘটনায় গ্রেপ্তার হুক্কা বারের ৩ ম্যানেজার ও কর্মী (Kolkata Hookah Bar Arrest)।
# কলকাতা : ভবানীপুরে বেআইনি হুক্কা বারে অভিযান কলকাতা পুলিশের। শুক্রবার পর পর দুটি হুক্কাবারে অভিযান চালায় কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। ঘটনায় গ্রেপ্তার হুক্কা বারের ৩ ম্যানেজার ও কর্মী (Kolkata Hookah Bar Arrest) । অভিযোগ, বেআইনি ভাবে দীর্ঘ দিন ধরে হুক্কা বার চালাচ্ছিল এই রেস্তোরাঁ, লাইনসেন্স ছিল না। ফলে বৃহস্পতিবার সন্ধেতে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা অভিযান চালিয়ে হুক্কা বেস, পাইপ, ফ্লেভার টোবাকো, মেনু কার্ড-সহ হুক্কা বারের যাবতীয় কিছু বাজেয়াপ্ত করে গোয়েন্দারা ।
গ্রেফতার করা হয় তিনজনকে। ধৃতদের নাম অভিজিৎ বসাক, মোহাম্মদ সাহানি আলম , বিশ্বজিৎ দাস | ধৃতদের মধ্যে রয়েছেন বারের ম্যানেজার ও কর্মীরা। ধৃত অভিজিতের বাড়ি নারকেলডাঙ্গা, সাহানি বাড়ি তপসিয়া ও বিশ্বজিতের বাড়িময়ূর ভঞ্জ রোড | কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা আধিকারিকরা ধৃত তিন জনকে ভবানীপুর থানার হাতে তুলে দেয় |ভবানীপুরে এলেনবাই রোডে ওই হুক্কাবার গুলোতে দীর্ঘ দিন ধরে বেআইনি ভাবে চলছিল বলে অভিযোগ ।
advertisement
অ্যালেন বাই রোডের ওই হুক্কা বার।advertisement
গোয়েন্দাদের কাছে খবর ছিল | সেখানে মাঝে মধ্যে হুক্কা পার্টি চলত । ফলে গোয়েন্দারা ভবানীপুর পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায় | গ্রেপ্তারের পর ভবানী পুর থানার হাতে অভিযুক্তদের তুলে দেওয়া হয়েছে |শুক্রবার হুক্কবারের এক কর্মী জানান, " বৃহস্পতিবার সন্ধেতে কয়েকজন পুলিশ কর্মী আসেন | হুক্কবারে লাইসেন্স ছিল না সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন | বেআইনি ভাবে কী ভাবে চলছে? কত দিন ধরে চলছে ? এসব সদুত্তর না পেয়ে ম্যানেজার ও কর্মীদের গ্রেপ্তার করে | মোট তিন জনকে গ্রেপ্তার করেছে | আপাতত তাই হুক্কা বার বন্ধ রয়েছে ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Aug 27, 2021 11:15 PM IST






