আনন্দপুরের পাশে উত্তর পঞ্চান্ন গ্রামে কী কাণ্ড ঘটছে, মুড়ি মুড়কির মতো দুর্ঘটনা

Last Updated:

উত্তর পঞ্চান্ন গ্রামে হাইটেনশন তারের নিচে বেআইনি নির্মাণ।মানুষ তড়িদাহত হচ্ছে মাঝে মাঝে। প্রশ্ন, কর্পোরেশন কি দেখছে না?

তবে প্রোমোটার চক্র যেভাবে আইন না মেনে কাজ করছে
তবে প্রোমোটার চক্র যেভাবে আইন না মেনে কাজ করছে
কলকাতা: আনন্দপুর থানায় এলাকার উত্তর পঞ্চান্ন গ্রাম এলাকায় অবৈধ নির্মাণের রমরমা। সেখানে কয়েক শ বহুতল নির্মাণ হয়েছে। যেখানে নির্মাণের কোন নিয়মই মানা হয়নি। ওই এলাকার ওপর দিয়ে বিদ্যুতের হাই টেনশন তার গেছে। সেই হাই টেনশন তারের নিচে,যেরকম বাড়ি তৈরি হয়েছে। তেমনি তার গা ঘেঁষে তৈরি হয়েছে বহুতল। দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক লেগেই আছে।
মঙ্গলবার বিকেল চারটে নাগাদ উত্তর পঞ্চান্ন গ্রামের,পুরি গলিতে  নজিবুল সেখ নামে এক যুবক তড়িদাহত হয়। ওই যুবক হাই টেনশন লাইনের পাশেই একটি বহু তলে জলের পাইপ সারানোর কাজ করছিল।সেই সময় সে তড়িতাদহ হয়। স্থানীয়রা তাকে কোনভাবে ওখান থেকে মুক্ত করে এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে।  বিষয়টি নিয়ে এলাকায় রীতিমতো শোরগোল পড়ে যায়। এলাকায় গেলে দেখা গেল,যেখানে হাইটেনশন লাইনের নিচে ঘরবাড়ি করা নিষেধ।সেখানে হাইটেনশন লাইনের নিচে দোতালা, তিনতলা বাড়ি তৈরি হয়েছে। এমনকি পাশে আরও উঁচু বাড়ি রয়েছে।উত্তর পঞ্চান্ন গ্রামে এমনও রয়েছে,বাড়ির ছাদ থেকে কিছুটা দূর দিয়ে গেছে হাই টেনশন লাইন।
advertisement
advertisement
প্রশ্ন ,ওখানে প্রমোটিং কিংবা বিল্ডিং কিভাবে তৈরি হল? এখন এলাকার মানুষও পুলিশের বিরুদ্ধে মুখ খুলেছে।  ইসমাইল শেখের বক্তব্য,বাড়ি তৈরি হলে মানুষ কিনবেই। তিনি আরও দাবি করেন, ওপর দিয়ে হাই টেনশনের তার আরও উঁচু করে দিতে হবে। নইলে অন্য কোন ব্যবস্থা করতে হবে বিদ্যুৎ সংস্থাকে।অবশ্য অন্যান্যরাও একই দাবি করে। কোনও সময় ঘুড়ি ওড়াতে গিয়ে  কিম্বা বিল্ডিং এর রিপেয়ারিং এর কাজ করতে গিয়ে তড়িদাহত হয়ে কেউ না কেউ মারা যাচ্ছে। কেউ বা মৃত্যু প্রায় হচ্ছে।
advertisement
তবে প্রোমোটার চক্র যেভাবে আইন না মেনে কাজ করছে ।সেটা ওই এলাকায় গেলেই বোঝা যায়।তবে এলাকার মানুষের দাবি সিইএসসিকে অনেকবার ওই তার সম্পর্কে বলে, কোন লাভ হয়নি।  তবে স্থানীয় মানুষদের অভিযোগ,পুলিশ অবৈধ নির্মাণ জেনেও প্রোমোটারের সঙ্গে বন্ধুত্ব রেখেই চলে। যার ফলে অবৈধ নির্মাণ দিনের পর দিন চলছে।
 SHANKU SANTRA
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আনন্দপুরের পাশে উত্তর পঞ্চান্ন গ্রামে কী কাণ্ড ঘটছে, মুড়ি মুড়কির মতো দুর্ঘটনা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement