অবৈধ কল সেন্টারে হুড়মুড়িয়ে ঢুকে এল পুলিশ...! পরমুহূর্তে যা ঘটল, মুহূর্তে ঘাম ছুটল ১৮ জনের
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
Illegal Call Centre: দক্ষিণ ২৪ পরগনার হাটগাছা অঞ্চলের জোধ ভীম রোডে অবস্থিত একটি অবৈধ কল সেন্টারে বৃহস্পতিবার রাতে হানা দেয় কলকাতা পুলিশ। কলকাতা সাইবার থানার নেতৃত্বে এক যৌথ অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেফতার করা হয়।
কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার হাটগাছা অঞ্চলের জোধ ভীম রোডে অবস্থিত একটি অবৈধ কল সেন্টারে বৃহস্পতিবার রাতে হানা দেয় কলকাতা পুলিশ। কলকাতা সাইবার থানার নেতৃত্বে এক যৌথ অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন চক্রের মূল চক্রী ওয়াদুদ আহমেদ এবং হ্যান্ডলার মজিদ। অভিযান চলাকালীন ২৪টি মোবাইল ফোন, ২২টি কম্পিউটার হার্ডডিস্ক, ২টি রাউটার, ৬টি হেডসেট এবং বহু গুরুত্বপূর্ণ নথিপত্র যেমন কাস্টমার ডেটা, কল লিডস, স্ক্রিনশট, ডায়ালার সফটওয়্যার ও রিমোট অ্যাকসেস সংক্রান্ত তথ্য উদ্ধার করেছে পুলিশ।
advertisement
advertisement
এই কল সেন্টার থেকে দেশের বিভিন্ন প্রান্তে নাগরিকদের সঙ্গে প্রতারণা চালানো হত বলে সন্দেহ পুলিশের। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। কলকাতা পুলিশ বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে ভোররাতে অভিযান চালায়। এরপরই পর্দাফাঁস হয় গোটা ঘটনার। পুলিশ ইতিমধ্য়েই ওই কলসেন্টারটি সিল করে দিয়েছে। তারা ঠিক কী ধরনের কাজকর্ম চালাতো তা পুলিশ খতিয়ে দেখছে।
advertisement
কলকাতা পুলিশ জানিয়েছে, ‘বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকরা বৃহস্পতিবার রাতে এক সফল অভিযান চালান। এই অভিযান স্থানীয় পুলিশের সহযোগিতায় পরিচালিত হয়। অভিযানে ১৮ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যারা ওই স্থান থেকে একটি অবৈধ কল সেন্টার পরিচালনা করছিল। তল্লাশির ফলে পুলিশ ইতিমধ্যেই ওই কলসেন্টার থেকে একাধিক আপত্তিকর নথি উদ্ধার করেছে। পুলিশ সেগুলি খতিয়ে দেখছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2025 12:46 PM IST