'কোথায় যাবেন আপনারা....?' ১ নং প্ল্যাটফর্মের 'বেঞ্চে' বসা ৩ যাত্রীর দিকে এগিয়ে এল RPF, হঠাৎ গভীর ঘুমের ভান, পরমুহূর্তেই যা ঘটল, ঘাম ছুটল তিনজনের!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indian Railways: একটি ঘটনা সম্প্রতি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ স্টেশনে। অন্যান্য দিনের মতো সেদিনও রুটিন চেকিং অভিযানে ছিল আরপিএফ। প্ল্যাটফর্মে আসা-যাওয়া যাত্রীদের উপর নজর রাখছিল তারা। কিন্তু হঠাৎ একটি জিনিসে চোখ আটকে গেল বাহিনীর। কী এমন দেখলেন তাঁরা?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কিন্তু কখন যে জওয়ানরা বেঞ্চের ঠিক পিছনে এসে দাঁড়িয়ে ছিল তা আসলে টের ও পায়নি ওই তিনজন। তিন যুবকের এই কীর্তি দেখে আরপিএফ জওয়ানরা কিন্তু কয়েক মুহূর্তেই বুঝতে পারলেন যে কিছু একটা গোলমাল আছে। তারা দ্রুত এগিয়ে এলেন। জওয়ানদের দেখে, তিনজনই উঠে চলে যাওয়ার চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে জওয়ানরা তাঁদের ঘিরে ধরে বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। Representative Image
advertisement
advertisement
advertisement
advertisement
রেলরক্ষী বাহিনীর জওয়ানরা ওই তিনজনের কাছ থেকে চারটি মোবাইল ফোনও উদ্ধার করেছে। খুব সম্ভবত এগুলি চুরি করা হয়েছিল। শুধু তাই নয়, ওই তিন যুবক আসলে এই মোবাইল ফোন বিক্রি করতে এসেছিল। গ্রেফতারের পর জেরায় আরও অনেক ঘটনা ফাঁস হয়ে যায়। দীর্ঘদিন ধরে তাদের তল্লাশি করা হচ্ছিল বলেও জানা যায়। Representative Image