হোম /খবর /কলকাতা /
আইসিএসই-তে রাজ্যে ছেলেদের টেক্কা দিল মেয়েরা, পাসের হার ৯৯.৯৯ শতাংশ!

ICSE, ISC Result 2021: আইসিএসই-তে রাজ্যে ছেলেদের টেক্কা দিল মেয়েরা, পাসের হার ৯৯.৯৯ শতাংশ!

এগিয়ে মেয়েরা! প্রতীকী চিত্র

এগিয়ে মেয়েরা! প্রতীকী চিত্র

ICSE, ISC Result 2021: করোনার দ্বিতীয় স্রোতে গোটা দেশেই দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষাগুলি আয়োজন থমকে যায় এই বছর। প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে দেশের দক্ষিণ ভারতে আইসিএসই -তে পাশের হার ১০০ শতাংশ। পশ্চিমাঞ্চলে এই সংখ্যাটা হল ৯৯.৯৯ শতাংশ।

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

#কলকাতা : করোনা আবহে এবছর মাধ্যমিকে রাজ্যে পাসের হার ছিল ১০০ শতাংশ। সর্বকালীন রেকর্ড করেছে এই ফলাফল। এবার দেখা গেল প্রায় একই হারে ছাত্রছাত্রী পাশ করেছে আইসিএসই-তেও (ICSE, ISC Result 2021)। এবার এই পরীক্ষায় পাসের হার ৯৯.৯৮ শতাংশ। পাশাপাশি দ্বাদশের পরীক্ষা অর্থাৎ আইএসসি পরীক্ষায় এবার পাস করেছে ৯৯.৭৬ শতাংশ। পশ্চিমবঙ্গে আইএসসিতে পাসের হার ৯৯.৬৩ শতাংশ এবং আইসিএসইতে পাসের হার ৯৯.৯৮ শতাংশ।

করোনার দ্বিতীয় স্রোতের ঢেউতে গোটা দেশেই দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষাগুলি আয়োজন থমকে যায় এই বছর। দশম শ্রেণীর ক্ষেত্রে নবম শ্রেণীতে পড়ুয়াদের পরীক্ষার মূল্যায়ন ও দ্বাদশের ক্ষেত্রে ইন্টারনাল অ্যাসেসমেন্টের ফলাফল ধরে মূল্যায়নের কথা জানানো হয়। অতিমারীর কারণে এই নিয়ে পর পর দু-বছর বাতিল হয় আইসিএসই ও আইএসসির পরীক্ষা। পূর্ব ঘোষণা মতোই শনিবার দুপুর তিনটেতে প্রকাশিত হল ফলাফল।

ফলপ্রকাশের পর দেখা যাচ্ছে এ-রাজ্যে ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার বেশি। রাজ্যে আইসিএসইতে মেয়েদের পাসের হার ৯৯.৯৯ শতাংশ। যেখানে আইসিএসইতে ৯৯.৯৭ শতাংশ ছেলে পাস করেছে। এদিকে বাংলায় আইএসসিতে মেয়েদের পাসের হার ৯৯.৮২ শতাংশ ও ছেলেদের পাসের হার ৯৯.৪৮ শতাংশ।

প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে দেশের দক্ষিণ ভারতে আইসিএসই -তে পাশের হার ১০০ শতাংশ। পশ্চিমাঞ্চলে এই সংখ্যাটা হল ৯৯.৯৯ শতাংশ। গতবার আইসিএসই পরীক্ষা দিয়েছিল ২,৭ লক্ষ পড়ুয়া। এর মধ্যে পাস করেছিল ২.৬ লক্ষ পাসের হার ছিল ৯৯.৩৩ শতাংশ। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের (CISCE) ওয়েবসাইট cisce.org তে দুপুর তিনটে থেকে পড়ুয়ারা পরীক্ষার ফলাফল জানতে পারছেন।

রেজাল্ট দেখার পদ্ধতি-

দ্য কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান সার্টিফিকেট সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট http://www.cisce.org-তে যানICSE নাকি ISC কোর্স বাছাই করতে হবে।ইউডিআই, ইনডেক্স নম্বর এবং ক্যাপচা দিন।*এরপর ক্লিক করুন ‘Show Result’-এ ।এছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাচ্ছে। এক্ষত্রে মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে ইউনিক আইডি। তা পাঠিয়ে দিতে হবে 09248082883 নম্বরে।

পরীক্ষা বাতিল হওয়ায় এবছর উত্তরপত্র পুনরায় দেখার সুযোগ থাকছে না। একইসঙ্গে কাউন্সিল জানিয়েছে, পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিয়ে কোনও পড়ুয়ার কোনওরকম প্রশ্ন থাকলে তা সরাসরি পাঠাতে হবে সংশ্লিষ্ট স্কুলে। এই নম্বর নিয়ে সংশ্লিষ্ট স্কুলের কোনও প্রশ্ন বা বক্তব্য থাকলে তা পাঠাতে হবে কাউন্সিলের কাছে। ১ অগাস্টের মধ্যে পাঠাতে হবে তা। কাউন্সিল সাফ জানিয়েছে ১ অগাস্টের পরে এই সংক্রান্ত কোনও বক্তব্য বা প্রশ্ন শোনা হবে না।

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Board Exam