বদলির অসহায় আর্তি জানিয়ে ফেসবুকে ফের পোস্ট বাংলার আইপিএসের

Last Updated:

ফের একবার ফেসবুক পোস্ট ৷ এবারও সেই একই করুণ আর্তি৷ সংক্ষেপে বদলে গেলে ‘বদলি’র অনুরোধ ৷

#কলকাতা: ফের একবার ফেসবুক পোস্ট ৷ এবারও সেই একই করুণ আর্তি৷ সংক্ষেপে বদলে গেলে ‘বদলি’র অনুরোধ ৷
গত শনিবার ফেসবুকে বৃদ্ধ-মা বাবার কষ্টের কথা সংক্ষেপে জানিয়ে ছিলেন নবান্নে কর্মরত আইপিএস অফিসার পুনিত যাদব ৷ সঙ্গে দিল্লিতে পোস্টিংয়ের জন্যও অনুরোধ করেন রাজ্য সরকারের কাছে ৷ তিনি লিখেছিলেন, ‘আমার বাবা-মা বৃদ্ধ ও অসুস্থ ৷ সঙ্গে থেকে তাঁদের চিকিৎসা করানোর জন্য আমার দিল্লিতে পোস্টিং দরকার। সে জন্য কেন্দ্রীয় সরকারের কাজে যোগ দিতে চেয়ে রাজ্যের কাছে আবেদন করেছি।’
advertisement
আইপিএস অফিসারের এই ফেসবুক পোস্ট নিয়ে ওঠে বিতর্ক ৷ অনেকেই মনে করেন একজন আমলা হয়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এই ধরণের কথা লিখে ঠিক করেননি পুনিত ৷ পুনিত বলেছেন, ‘আমার সমস্যার কথা, দুঃখের কথা লিখেছি শুধুই ৷ কোনও বিতর্ক তুলতে চাইনি ৷’
advertisement
তবে সুরাহা না দেখে ফের পুনিত পোস্ট করলেন নিজের সমস্যার কথা ৷ এবার আর সংক্ষেপে নয়, বরং তাঁর বৃদ্ধ মা-বাবার অসুবিধাটাই তুলে ধরেছেন ফেসবুক পোস্টের মধ্যে দিয়ে ৷
advertisement
নতুন পোস্টে পুনিত লিখলেন, ‘আমার বাবা ৮০ বছরের কাছাকাছি ৷ বাবা খুব অল্প বয়সেই তাঁর অভিভাবকদের হারিয়েছে ৷ গুরুকুলে পড়াশুনো সেরে, স্কলারশিপেই পিএইচডি শেষ করেছিলেন বাবা ৷ আমাকে খুব কষ্ট করেই বড় করেছেন আমার মা-বাবা ৷ অনেক কষ্ট করে পড়িয়েছেন ৷ সেই মা-বাবা এখন অসুস্থ ৷ তাঁদেরকে দেখতে পারি না আমি ৷ এত দূরে কাজ করি...’
advertisement
পুরো ঘটনার কথা জানিয়ে বদলির আর্তি জানিয়েছেন পুনিত ৷ পুনিতের কথায়, ‘আমি কোনও শৃঙ্খলাভঙ্গ করিনি। মনের কথা লিখেছি। আশা করছি, সরকার আমার আবেদনে সাড়া দেবে।’
বাংলা খবর/ খবর/কলকাতা/
বদলির অসহায় আর্তি জানিয়ে ফেসবুকে ফের পোস্ট বাংলার আইপিএসের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement