'আর পদে থাকতে চাই না, অব্যাহতি দিন', ইমেইল করে ফের পদত্যাগ পত্র রবীন্দ্রভারতীর উপাচার্যের

Last Updated:

মঙ্গলবারই রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক হয়।

ফের পদত্যাগ পত্র রবীন্দ্রভারতীর উপাচার্যের
ফের পদত্যাগ পত্র রবীন্দ্রভারতীর উপাচার্যের
কলকাতা: একের পর এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ বাড়াচ্ছেন রাজ্যপাল। উপাচার্য নিয়োগ জটিলতা কাটাতে শিক্ষামন্ত্রী রাজ্যপাল বৈঠকে বেরিয়ে এসেছে সমাধান সূত্র। মঙ্গলবার থেকেই সেই প্রক্রিয়া শুরু করেছে রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর তার মাঝেই ছন্দ পতন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী ইমেইল করে জানিয়ে দিলেন তিনি আর উপাচার্য পদে থাকতেই চাইছেন না।
এদিন উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী ইমেইল করে রাজ্যপাল তথা আচার্যকে জানিয়েছেন "আমি আর উপাচার্য পদে থাকতে চাই না। আমাকে অব্যাহত দিন।"  সূত্রের খবর উচ্চ শিক্ষা দফতর থেকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় উপাচার্য কে ফোন করা হয়। ফোন করে ইমেইল করে তাকে পদত্যাগ পত্র দেওয়ার কথা বলা হয়। তার কারণ সেই পদত্যাগ পত্র দেওয়ার পরপরই তিন মাসের মেয়াদ বাড়াবেন রাজ্যপাল তথা আচার্য। কিন্তু রবীন্দ্রভারতীর উপাচার্য তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি আর মেয়াদ বাড়ানো নিতে রাজি নন।যা ঘিরেও শুরু হয়েছে জোর চর্চা।
advertisement
আরও পড়ুন: জেলে থেকেও আরও বিপদে পার্থ চট্টোপাধ্যায়, আরও এক মামলায় CBI নির্দেশ! মহাবিপদ
তবে তার পদত্যাগ পত্র গ্রহণ হবে কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে রাজভবন সূত্রে খবর। যদিও এদিনও রাজভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এর সঙ্গে ফের বৈঠক করেন রাজ্যপাল। বৈঠকের পর কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়,গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয় এবং বাবাসাহেব আম্বেদকার এডুকেশন বিশ্ববিদ্যালয় এই ছয় বিশ্ববিদ্যালয় উপাচার্যদের পদত্যাগ পত্র গ্রহণ করেন। পাশাপাশি এই ছয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে তিন মাসের জন্য মেয়াদ বাড়ানো সিদ্ধান্ত নিয়ে নিয়োগপত্র তুলে দেন আচার্য, রাজভবনের তরফে বুধবার এমনটাই বিবৃতি দিয়ে জানানো হয়েছে।
advertisement
advertisement
মঙ্গলবার কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা রাজ্যপাল তথা আচার্যকে লিখিতভাবে পদত্যাগ পত্র দেন। তারপর রাজ্যপাল তাদের তিন মাসের মেয়াদ বাড়িয়ে নিয়োগপত্র তুলে দেন। মঙ্গলবারই শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু দাবি করেছিলেন এবার থেকে নবান্ন - রাজভবন একসঙ্গেই চলবে। তবে একদিকে যখন উপাচার্য নিয়োগ নিয়ে সমস্যা সমাধান কাটছে সেই সময় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ খবর/কলকাতা/
'আর পদে থাকতে চাই না, অব্যাহতি দিন', ইমেইল করে ফের পদত্যাগ পত্র রবীন্দ্রভারতীর উপাচার্যের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement