আগামী এক বছর বিনামূল্যে রেশন দেওয়া হবে রাজ্যে, ঘোষণা মমতার

Last Updated:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, ২০২১ সালের জুন পর্যন্ত রাজ্যবাসীকে ফ্রি-তে রেশন দেওয়া হবে৷ অর্থাত্‍ আরও একবছর রাজ্যে ফ্রি-তে রেশন পশ্চিমবঙ্গে৷

#কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, নভেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়া হবে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, ২০২১ সালের জুন পর্যন্ত রাজ্যবাসীকে ফ্রি-তে রেশন দেওয়া হবে৷ অর্থাত্‍ আরও একবছর রাজ্যে ফ্রি-তে রেশন পশ্চিমবঙ্গে৷
advertisement
মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে মমতা বলেন, 'কেন্দ্র নভেম্বর পর্যন্ত ফ্রি রেশন দিচ্ছে৷ আমি আগামী বছর জুন পর্যন্ত বাড়িয়ে দিলাম ফ্রি রেশন ব্যবস্থা৷ আমরা ১০ কোটি মানুষকে ফ্রি রেশন দিচ্ছি৷ ওরা অর্ধেককে রেশন দেয়, অর্ধেককে দেয় না৷ আমি চাই দেশের সবাইকে ফ্রি রেশন দিক কেন্দ্র৷'
advertisement
করোনা ভাইরাস সংক্রমণ রুখতে লকডাউন মেনে চলার বিষয়েও এ দিন রাজ্যবাসীকে আহ্বান জানান মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, 'লকডাউন মানা হচ্ছে কি না দেখতে হবে৷ পুলিশকে নজরদারি বাড়াতে হবে৷ সামাজিক দূরত্ব মেনে প্রাতঃভ্রমণ করা যাবে সকাল সাড়ে ৫টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত৷ বিয়ে বাড়ি, শ্রাদ্ধানুষ্ঠানে ৫০ জন পর্যন্ত জমায়েত হতে পারে৷ সবাইকে মাস্ক ও গ্লভস পরতে হবে৷'
advertisement
আমফান বিধ্বস্ত সুন্দরবন নিয়ে মুখ্যমন্ত্রী জানান, সুন্দরবন নিয়ে মাস্টারপ্ল্যান তৈরি করা হচ্ছে৷ সুন্দরবন নিয়ে নীতি আয়োগে চিঠি দেওয়া হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আগামী এক বছর বিনামূল্যে রেশন দেওয়া হবে রাজ্যে, ঘোষণা মমতার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement