কয়েকশো বুথের ভোটার তালিকা উধাও! কী করে? জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিচ্ছে সিইও দফতর
- Published by:Tias Banerjee
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
রাজ্যে শেষবার বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) হয়েছিল ২০০২ সালে। ২০২৫ সালে ফের সেই ধরনের সমীক্ষা হওয়ার কথা। জাতীয় নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ২০০২ সালের তথ্যকে ভিত্তি করে নতুন সমীক্ষার কাজ শুরু হবে। সেই অনুযায়ী, কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে।
রাজ্যে ২০০২ সালের SIR বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পর প্রথমবার জেলা ও বিধানসভা ভিত্তিক ভোটার তালিকা প্রকাশ করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে এই তালিকা প্রকাশ করা হলেও তাতে বড় ধরনের অমিল ধরা পড়েছে।
সিইও দপ্তর সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার কুলপি বিধানসভার কয়েকশো বুথ, বীরভূম জেলার রামপুরহাট বিধানসভার একাধিক বুথ এবং গাইঘাটা বিধানসভার একাধিক বুথের ২০০২ সালের ভোটার তালিকা মিলছে না।
advertisement
advertisement
রাজ্যের কয়েকশো বুথের ২০০২ সালের ভোটার তালিকা খুঁজে না পাওয়ায় তা আপলোড করা সম্ভব নয়। তালিকা না থাকায় প্রকাশও করা যাচ্ছে না। এই মর্মে জাতীয় নির্বাচন কমিশনকে জানাতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। মঙ্গলবার সিইও দফতর সূত্রে খবর, তালিকা অনুপস্থিত থাকার বিষয়টি আগামী বুধবারই কমিশনকে জানানো হবে। কমিশনের অনুমতি মিললে ২০০৩ সালের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। সিইও দফতরের এক নামপ্রকাশে অনিচ্ছুক আধিকারিক বলেন, “আমাদের কাছে ২০০৩ সালের ড্রাফ্ট লিস্ট রয়েছে।”
advertisement
সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের নির্দেশ দেওয়া হলেও জেলা শাসকদের তরফে এই বুথগুলির তালিকা পাঠানো হয়নি বলে সিইও দপ্তর জানিয়েছে। ইতিমধ্যেই এই বিষয়টি জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 12, 2025 9:36 PM IST