কয়েকশো বুথের ভোটার তালিকা উধাও! কী করে? জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিচ্ছে সিইও দফতর

Last Updated:

রাজ্যে শেষবার বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) হয়েছিল ২০০২ সালে। ২০২৫ সালে ফের সেই ধরনের সমীক্ষা হওয়ার কথা। জাতীয় নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ২০০২ সালের তথ্যকে ভিত্তি করে নতুন সমীক্ষার কাজ শুরু হবে। সেই অনুযায়ী, কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে।

২০০২ সালে রাজ্যে শেষ বার বিশেষ নিবিড় সমীক্ষা (এসাইআর) হয়েছিল।
২০০২ সালে রাজ্যে শেষ বার বিশেষ নিবিড় সমীক্ষা (এসাইআর) হয়েছিল।
রাজ্যে ২০০২ সালের SIR বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পর প্রথমবার জেলা ও বিধানসভা ভিত্তিক ভোটার তালিকা প্রকাশ করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে এই তালিকা প্রকাশ করা হলেও তাতে বড় ধরনের অমিল ধরা পড়েছে।
সিইও দপ্তর সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার কুলপি বিধানসভার কয়েকশো বুথ, বীরভূম জেলার রামপুরহাট বিধানসভার একাধিক বুথ এবং গাইঘাটা বিধানসভার একাধিক বুথের ২০০২ সালের ভোটার তালিকা মিলছে না।
advertisement
advertisement
রাজ্যের কয়েকশো বুথের ২০০২ সালের ভোটার তালিকা খুঁজে না পাওয়ায় তা আপলোড করা সম্ভব নয়। তালিকা না থাকায় প্রকাশও করা যাচ্ছে না। এই মর্মে জাতীয় নির্বাচন কমিশনকে জানাতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। মঙ্গলবার সিইও দফতর সূত্রে খবর, তালিকা অনুপস্থিত থাকার বিষয়টি আগামী বুধবারই কমিশনকে জানানো হবে। কমিশনের অনুমতি মিললে ২০০৩ সালের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। সিইও দফতরের এক নামপ্রকাশে অনিচ্ছুক আধিকারিক বলেন, “আমাদের কাছে ২০০৩ সালের ড্রাফ্ট লিস্ট রয়েছে।”
advertisement
সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের নির্দেশ দেওয়া হলেও জেলা শাসকদের তরফে এই বুথগুলির তালিকা পাঠানো হয়নি বলে সিইও দপ্তর জানিয়েছে। ইতিমধ্যেই এই বিষয়টি জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
বাংলা খবর/ খবর/কলকাতা/
কয়েকশো বুথের ভোটার তালিকা উধাও! কী করে? জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিচ্ছে সিইও দফতর
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement